img

Follow us on

Saturday, Jan 18, 2025

Gunman: ক্যালিফোর্নিয়াতে বন্দুকবাজের হামলায় নিহত ১০, পরে আত্মঘাতী আততায়ী 

জানা যাচ্ছে  দক্ষিণ ক্যালিফোর্নিয়াতে এদিন সাড়ম্বরে পালিত হচ্ছিল চিনা নববর্ষ।  হাজার হাজার মানুষ ভিড় করেছিলেন নতুন বছরকে বরণ করতে। সে সময়ই ঘটে বন্দুকবাজের হামলা।

img

প্রতীকী ছবি

  2023-01-23 11:26:46

মাধ্যম নিউজ ডেস্ক: বন্দুকবাজের হামলার ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন কিছু নয়। এবার ক্যালিফোর্নিয়াতে এক বন্দুকবাজের (Gunman) হামলায় ১০ জন নিহত হলেন।  জানা যাচ্ছে আহতের সংখ্যাও ১০, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

কে এই আততায়ী (Gunman)

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, আততায়ীর নাম হু ক্যান ট্রান। সে একজন চাইনিজ। হামলার পরে পুলিশ এবং স্থানীয়রা হু' কে ঘিরে ফেলতেই সে নিজে একটি ছোট ভ্যানের ভিতর আশ্রয় নেয় এবং সেখানেই নিজেকে গুলিবিদ্ধ করে।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা বলেন, ভ্যানের ভিতর থেকে পুলিশ একটি গুলির শব্দ শুনতে পায়, কাছে যেতেই দেখা যায় ৭২ বছর বয়সী এই আততায়ীর (Gunman) মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত চলছে, তবে আততায়ীর (Gunman) প্রকৃত উদ্দেশ্য জানা যায়নি। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখছে, আততায়ীর লক্ষ্য শুধুমাত্র একটি নির্দিষ্ট জাতি বা গোষ্ঠী ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

কীভাবে ঘটল এই হামলা

জানা যাচ্ছে  দক্ষিণ ক্যালিফোর্নিয়াতে এদিন সাড়ম্বরে পালিত হচ্ছিল চিনা নববর্ষ।  হাজার হাজার মানুষ ভিড় করেছিলেন নতুন বছরকে বরণ করতে। সে সময়ই ঘটে বন্দুকবাজের (Gunman) হামলা।  এই কারণে পরের দিনের সমস্ত অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

হোয়াইট হাউস কী বলছে

হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছেন। হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে সে দেশের সমস্ত সরকারি অফিসে মার্কিন পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

একটি রিপোর্টে দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে গতবছরে বন্দুকবাজদের (Gunman) এমন হামলার ঘটনা ঘটেছে মোট ৬৪৭টি। প্রতি ৪ জনে ১ জন নিহত হয়েছেন এই হামলার জাতীয় হামলাগুলিতে। ওই রিপোর্টে আরও দেখা যাচ্ছে সে দেশে মোট ৪৪,০০০ মানুষের মৃত্যু হয়েছে গতবছরে। যার মধ্যে বেশিরভাগই ছিল আত্মহত্যা।


দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।



Tags:

Gunman


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর