img

Follow us on

Sunday, Jan 19, 2025

Imran Khan: নতুন জীবন পেলাম! বললেন ইমরান, সরকার বিরোধী বিক্ষোভে ফুঁসছে করাচি থেকে পেশোয়ার

করাচির অন্তত ১৭টি জায়গায় রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছেন পিটিআইয়ের নেতা-কর্মীরা। পেশোয়ারে কোর কমান্ডার হাউসের সামনে বিক্ষোভে সামিল হয়েছেন সাধারণ মানুষ।

img

ইমরান খান।

  2022-11-04 09:50:53

মাধ্যম নিউজ ডেস্ক: লং মার্চে বেরিয়ে গুলিবিদ্ধ হলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। তাঁকে আক্রমণের ছক বহুদিন ধরেই করা হয়েছিল। এর পিছনে রয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও এমনই দাবি করেছে  ইমরানের দল পাকিস্তান তেহেরিক-ই ইনসাফ (PTI)। বৃহস্পতিবার হামলার পর দলের সাধারণ সম্পাদক আর্শাদ উমর বলেন, “তিন জনের উপর সন্দেহ রয়েছে পার্টি চেয়ারম্যান ইমরান খানের। এর মধ্যে প্রথম নামটি হল প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এছাড়াও প্রাণঘাতী হামলার নেপথ্যে অন্তর্দেশীয় মন্ত্রী রানা সানাউল্লাহ এবং পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মেজর জেনারেল ফয়জল নাসিরের হাত রয়েছে বলে সন্দেহ করছেন তিনি।”

 

ইমরানের উপর হামলার পরই পাকিস্তানের একাধিক শহরে বিক্ষোভ শুরু হয়ে যায়। করাচির অন্তত ১৭টি জায়গায় রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছেন পিটিআইয়ের নেতা-কর্মীরা। পেশোয়ারে কোর কমান্ডার হাউসের সামনে বিক্ষোভে সামিল হয়েছেন সাধারণ মানুষ। পিটিআইয়ের তরফে ইতিমধ্যেই পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পদত্যাগ দাবি করা হয়েছে। “আমরা শুধু ইমরান খানের একটা নির্দেশের অপেক্ষায় আছি। দাবিপূরণ না হলে বা আরও স্পষ্ট করে বললে এই নেতারা পদত্যাগ না করলে, দেশজুড়ে আমরা আন্দোলনে নামব। ইমরান খানের উপর হামলা মানে পাকিস্তানের উপর হামলা। আমরা কিছুতেই এটা মেনে নেব না। প্রয়োজনে গোটা পাকিস্তানে আগুন জ্বলবে।”

আরও পড়ুন: এফএটিএফ-এর ধূসর তালিকা থেকে মুক্ত পাকিস্তান! ক্ষুব্ধ ভারত, জানেন তার কারণ?

বৃহস্পতিবার, পাক পঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদে ‘স্বাধীনতা’ পদযাত্রার সময় জাফর আলি চকের কাছে অজ্ঞাতপরিচয় এক আততায়ী ইমরানকে লক্ষ্য করে গুলি চালায়। তাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। আপাতত ইমরান খান বিপদ মুক্ত বলেই জানা গিয়েছে। হাসপাতালে ইমরান বলেন, "আল্লাহ আমাকে নতুন জীবন দিয়েছেন। আমি মানুষের জন্য, পাকিস্তানের জন্য লড়াই চালিয়ে যাব।" এই ঘটনার ইতিমধ্যেই নিন্দা করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। কী ভাবে পুলিশের সামনেই ইমরানের উপর হামলা হল, তা জানতে অন্তর্দেশীয় মন্ত্রী রানা সানাউল্লাহকে নির্দেশ দিয়েছেন তিনি। পাকিস্তানের পঞ্জাব প্রদেশের আইজি এবং মুখ্য সচিবের থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। গতকালের গুলিচালনার ঘটনায় ইমরান খান ছাড়াও কমপক্ষে ১৫ জন পিটিআই সমর্থক গুলিবিদ্ধ হয়েছেন। এরমধ্যে সিন্ধ প্রদেশের প্রাক্তন গভর্নর ইমরান ইসমাইল ও প্রাক্তন মন্ত্রী ফয়সল জাভেদও রয়েছেন। গুলিচালনার পরই পুলিশ ও পিটিআই সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। সেই সংঘর্ষেও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

Tags:

imran khan

pakistan

Protest rally

pti

imran khan injured

Wazirabad Shooting

Imran Khan Shot


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর