Al Qadir Trust case: আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে ১৪ বছরের জেল ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে সাত বছরের সাজা শোনাল পাক আদালত......
ইমরান খান (ফাইল ছবি)
মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার পাক দুর্নীতি দমন আদালত সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Khan) ১৪ বছরের সাজা শোনাল। প্রসঙ্গত, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ও প্রধান ইমরান খানকে আল কাদির ট্রাস্ট (Al Qadir Trust case) দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত করেছে আদালত। একইসঙ্গে ইমরানের স্ত্রী বুশরা বিবিকেও এই মামলায় দোষী সাব্যস্ত করেছে আদালত। তাঁকেও সাত বছরের সাজা ঘোষণা করেছে পাক আদালত। এছাড়াও ইমরানকে ১০ লক্ষ এবং বুশরারকে ৫ লক্ষ পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে। প্রসঙ্গত, বর্তমানে আদিয়ালা জেলে বন্দি রয়েছেন ইমরান।
২০২৩ সালের মে মাসে এই মামলায় আদালত চত্বর থেকে গ্রেফতার করা হয় ইমরানকে (Imran Khan)। পাক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উমর আটা বন্দিয়াল এই গ্রেফতারিকে ‘অবৈধ’ বলেছিলেন। এর পরে লাহোর হাইকোর্ট পরবর্তীকালে ইমরানের জামিনের আর্জিও মঞ্জুর করেছিল। কিন্তু দেশদ্রোহ সহ একাধিক মামলায় অভিযুক্ত করা হয় ইমরানকে। সেকারণে পিটিআই প্রধানকে জেল থেকে মুক্তি দেওয়া হয়নি।
জন্মদিনেই বিচার পেল নিহত শিশুকন্যা, ধর্ষণ-খুনে ফাঁসির সাজা দিল আদালত
প্রসঙ্গত, আল কাদির ট্রাস্টের নির্মীয়মাণ বিশ্ববিদ্যালয় থেকে বেআইনি ভাবে ১৯ কোটি ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ১,৬৪৫ কোটি টাকা তছরুপের অভিযোগ প্রমাণিত হয়েছে ইমরান (Imran Khan) , তাঁর স্ত্রী বুশরার বিরুদ্ধে। এই মামলার তদন্তের দায়িত্বে ছিল পাক তদন্তকারী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো যার সংক্ষিপ্ত নাম হল ন্যাব। ২০২৩ সালের ১ মে ইমরানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল এই তদন্তকারী সংস্থা। তারপরেই পাক আধাসেনা রেঞ্জার্স বাহিনী তাঁকে আদালত চত্বর থেকে গ্রেফতার করেছিল।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।