Dhaka’s Military Buildup: ভারত-সীমান্তের কাছে বিমানঘাঁটি পুনঃনির্মাণ, তুরস্কের ড্রোন মোতায়েন! তবুও ভারতের উপর এখনও নির্ভর বাংলাদেশ...
সীমান্তে কড়া প্রহরা। ফাইল ছবি
মাধ্যম নিউজ ডেস্ক: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে নিষ্ক্রিয় ছিল বাংলাদেশের (India Bangladesh Relation) ঠাকুরগাঁও ও লালমনিরহাট বিমানবন্দর। সম্প্রতি বাংলাদেশ পুনরায় এখানে কাজ শুরু করেছে। এই বিমানবন্দরগুলি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে সংযোগকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকেন নেক করিডরের কাছাকাছি অবস্থিত। ঠাকুরগাঁও থেকে এই করিডরের দূরত্ব প্রায় ৫২ কিলোমিটার এবং লালমনিরহাট থেকে ১৩৫ কিলোমিটার। ভারতের পূর্ব সীমান্তে এই দুই বিমানঘাঁটিতে ঢাকা নতুন করে কাজ শুরু করায় দিল্লি এই মুহূর্তে উদ্বিগ্ন না হলেও, নিশ্চিত কড়া নজর রাখা হচ্ছে বলে অনুমান কূটনৈতিক মহলের।
চিকেন নেক করিডর, ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে। এর কৌশলগত গুরুত্ব বাংলাদেশে (India Bangladesh Relation) আবারও বৃদ্ধি পেয়েছে। এই বিমানবন্দরগুলোর তৈরি হলে, এই অঞ্চলে সামরিক গতিবিধি সহজ হয়ে উঠতে পারে। বর্তমানে বাংলাদেশ তার সামরিক পরিকাঠামো দ্রুত উন্নত করছে, যা ভারতীয় কর্তৃপক্ষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে। কূটনৈতিক মহলের মতে, এই সামরিক উদ্যোগ বাংলাদেশের একার নয়। এর পিছনে পাকিস্তানের মদত রয়েছে। পদ্মাপাড়ে পালা বদলের পর পাকিস্তানপন্থী মনোভাব ক্রমশ বাড়ছে। শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত-বিরোধী সামরিক কার্যক্রমের জন্য পাকিস্তান বাংলাদেশকে একটি প্রক্সি হিসেবে ব্যবহার করতে পারে, বলে অনুমান কূটনীতিকদের।
আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হল, বাংলাদেশ (India Bangladesh Relation) তার দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর চট্টগ্রামে তুরস্কের তৈরি ড্রোন মোতায়েন করেছে। চট্টগ্রাম ভারতের পেট্রাপোল সীমান্ত থেকে মাত্র ৩৫২ কিলোমিটার দূরে অবস্থিত। এই বিষয়টির ওপরও তীক্ষ্ণ নজর রেখেছে ভারত। তবে, সামরিক শক্তির তুলনায়, বাংলাদেশ ভারতের শক্তিশালী প্রতিপক্ষ হতে পারবে না। বাংলাদেশে মোট ২,০০,০০০ সক্রিয় সেনা রয়েছে, যা ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডের তুলনায় অনেক কম। ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডে ২,০০,০০০ এরও বেশি সেনা রয়েছে। ভারতের বায়ুসেনার উন্নত মিগ ২৭, রাফাল, মিরাজ, সুখোই-৩০ এবং দেশীয় তেজস দেশের আধিপত্য নিশ্চিত করে।
বাংলাদেশ (India Bangladesh Relation) যতই ভারত-বিদ্বেষ দেখাক, এখনও ঢাকা ভারতের উপর এককভাবে অনেকটাই নির্ভরশীল। পাট, সিরামিক, সবজি, ওষুধ, অটো পার্টস, চা, কফি, এবং প্লাস্টিক প্রভৃতি ভারত থেকে সরাসরি আমদানি করে বাংলাদেশ। ভারত যদি এই পণ্যগুলি সরবরাহ বন্ধ করে দেয়, তবে বাংলাদেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই, দুই দেশের মধ্যে কোনও সামরিক সংঘাত বাংলাদেশের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, তা ভালোই জানে ঢাকা।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।