img

Follow us on

Thursday, Jul 04, 2024

WTO: চুক্তি স্বাক্ষরের জন্য ভারতকে চাপ দেওয়া যাবে না: পীযুষ গোয়েল

পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে ভারতকে কোনও বিষয়ে বাধ্য করতে পারে, অভিমত কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রীর

img

কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযুষ গোয়েলের সঙ্গে ডব্লিউটিও-র মহাসচিব এনগোজি আইওয়ালা।

  2022-06-13 17:58:29

মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ব বাণিজ্য সংস্থার বৈঠকে কোনো বিষয়ে চুক্তি স্বাক্ষরের জন্য ভারতকে চাপ দেওয়া যাবে না, বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goyal )।  রবিবার জেনেভায় (Geneva ) বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) মন্ত্রী পর্যায়ের বৈঠক শুরুর আগে গোয়েল বলেন, “ভারত সবসময় দেশের কৃষক, শ্রমিক এবং দরিদ্র মানুষের পক্ষে থাকবে। সকলের জন্য খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।" এই বৈঠকে কোনও চুক্তি স্বাক্ষরের জন্য ভারতকে চাপ দেওয়া যাবে না পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে ভারতকে কোনও বিষয়ে বাধ্য করতে পারে, বলে জানান তিনি। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রীর কথায়, "আমরা দেশের জনগণের পক্ষে দাঁড়াব, আমাদের কৃষকদের জন্য, তরুণদের জন্য, খাদ্য নিরাপত্তার জন্য যা ভাল,তাই করা হবে।" তবে সারা বিশ্বের মানুষের ভালোর কথাও ভাবে ভারত। তাই সবসময় সকলের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত থাকে দিল্লি।

বিশ্বব্যাপী অর্থনৈতিক চ্যালেঞ্জ এখন বড় মাথা ব্যথা। সারা পৃথিবী করোনা মহামারী, খাদ্য ঘাটতি, জলবায়ু পরিবর্তন এবং আঞ্চলিক সংঘাতের মতো একাধিক সংকটের মুখোমুখি। সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ভারত বিশ্ববাসীর পাশে রয়েছে। কিন্তু দেশের স্বার্থ সবার আগে বলে জানান শিল্প ও বাণিজ্য মন্ত্রী। 

প্রায় ৫ বছর পর আবারও বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)’র মন্ত্রী পর্যায়ের ১২তম বৈঠক শুরু হয়েছে। সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠকটির উদ্বোধন করেন ডব্লিউটিও-র মহাসচিব এনগোজি আইওয়ালা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে এই আলোচনা বিশেষ গুরুত্ব বহন করে বলে জানান তিনি। এনগোজি বলেন, "রুশ-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বে যে দুর্ভিক্ষের অবস্থা তৈরি হয়েছে, তা থেকে বাঁচতে সবার এক হওয়া দরকার। মানুষকে বাঁচাতে হলে,  ছোট বড় সব দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।" বিশ্বে সংঘাত এড়াতে উন্নত দেশগুলোকে একগুঁয়েমি ত্যাগ করার আহ্বান জানান তিনি। 

যুদ্ধ,মহামারী আর বাণিজ্যিক কৌশল নির্ধারণে সদস্য-দেশগুলোর মতপার্থক্য-এই তিন কারণে বিশ্বজুড়ে বাণিজ্যের ৯০ শতাংশের নিয়ন্ত্রক সংস্থা ডব্লিউটিওর সম্মেলনে বিষাদের ছায়া। প্রায় প্রতিবারই নিষ্ফল আলোচনার মধ্য দিয়ে শেষ হয় এই বৈঠক। চার দিনের সম্মেলনের বাণিজ্য বিষয়ে বিভিন্ন আলোচনায় অংশ নেবে ১৬৪ দেশের প্রতিনিধিরা। 

Tags:

Piyush goyal

WTO

Geneva

Ngozi Okonjo-Iweala


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর