প্রসঙ্গত, মালদ্বীপে গত ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে হামলা চালায় একদল উগ্রপন্থী।
মুনু মাহাওয়ার
মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি একটি বিবৃতিতে ভারতের বিদেশমন্ত্রক জানিয়েছে, মালদ্বীপে (Maldives) ভারত বিরোধী ক্যাম্পেন আসলে মিথ্যে তথ্য প্রচার এবং ষড়যন্ত্রের ফল। মালদ্বীপে ভারতের হাইকমিশনার মুনু মাহাওয়ার (Munu Mahawar) বলেন, "ইন্ডিয়া আউট ক্যাম্পেনটি মিথ্যে প্রচারের ওপর ভিত্তি করে করা হয়েছিল। আর এই ভারত বিরোধী ক্যাম্পেনের নেতৃত্বে ছিলেন মালদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি।"
মালদ্বীপে আন্তর্জাতিক যোগ দিবসে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার কথা উল্লেখ করে হাই কমিশনার বলেন, "যোগ গোটা বিশ্বেই অত্যন্ত জনপ্রিয়। ২০১৫ সাল থেকে মালদ্বীপেও যোগ দিবস পালিত হয়ে আসছে। ভারতীয় হাই কমিশন এবং মালদ্বীপ সরকার যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করেছিল। সেদিন যা ঘটেছিল, তার নিন্দা করেছে মালদ্বীপ সরকার এবং অন্যান্য রাজনৈতিক দল। দোষীদের চিহ্নিত করার জন্যে এবং শাস্তি দেওয়ার জন্যে সমস্ত রকম ব্যবস্থা নিয়েছে মালদ্বীপ সরকার।"
আরও পড়ুন: মালদ্বীপকে অতিরিক্ত ১০ কোটি মার্কিন ডলার ঋণ দেওয়ার ঘোষণা ভারতের
প্রসঙ্গত, মালদ্বীপে গত ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে হামলা চালায় একদল উগ্রপন্থী। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রের সঙ্গে হাত মিলিয়ে সেদিন সকালে জাতীয় স্টেডিয়ামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল মালদ্বীপ সরকার। হঠাতই একদল মানুষ স্টেডিয়ামের ভিতরে আক্রমণাত্মকভাবে ঢুকে পড়ে। উন্মত্ত জনতাকে ছত্রভঙ্গ করতে গ্যাসের শেল ব্যবহার করে পুলিশ। রণক্ষেত্রের চেহারা নেয় মালদ্বীপ।
মালদ্বীপের উন্নয়নের জন্যে সে দেশের সরকারের সঙ্গে বেশ কিছু চুক্তি সাক্ষর করেছে ভারত সরকার। মালেতে বেশ কিছু প্রকল্পে টাকা জুগিয়েছে ভারত। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে সিফভারু উথুরু থাইলাফাতুতে মালদ্বীপ জাতীয় উপকূলরক্ষী বাহিনীর এক ঘাঁটির উন্নয়নের জন্যে ভারত সরকারের সঙ্গে চুক্তি সাক্ষর করেছে মালদ্বীপ।
আরও পড়ুন: বিয়ের পর প্রথম জন্মদিন, সেলিব্রেট করতে ক্যাটকে নিয়ে মালদ্বীপ উড়ে গেলেন ভিকি
প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল্লা ইয়ামিন (Abdulla Yameen) এবং তাঁর অনুগামীরা ভারত বিরোধী ক্যাম্পেনের মূল হোতা। কারণ ইয়ামিন নিজে চিনপন্থি। তাই ভারতের সঙ্গে মালদ্বীপের সুসম্পর্ক মেনে নিতে পারছেন না তিনি। 'ইন্ডিয়া আউট' ক্যাম্পেনের মূল চক্রিও তিনি। এমনটাই মত ভারতের বিদেশমন্ত্রকের।