অগাস্ট মাসে এশিয়া কাপে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে উত্তপ্ত হয় ব্রিটেনের বেশ কিছু এলাকা।
এস জয়শঙ্কর
মাধ্যম নিউজ ডেস্ক: লেস্টারে (Leicester) ভারতীয়দের ওপর হামলার বিষয়টি ব্রিটেনের সামনে উত্থাপিত করেছে ভারত এবং দোষীদের শাস্তির দাবি করা হয়েছে। বৃহস্পতিবার এমনটাই জানালেন ভারতীয় বিদেশ সচিব অরিন্দম বাগচী। ব্রিটিশ বিদেশ সচিব জেমস ক্লেভারলি (James Cleverly) সঙ্গে বৈঠকে এই বিষয় নিয়ে প্রকাশ করেছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (External Affairs Minister S Jaishankar)। ঘটনার তীব্র নিন্দায় সরব হয়েছে লন্ডনে অবস্থিত ভারতীয় দূতাবাসও।
আরও পড়ুন: মন্দিরে ভাঙচুর, শিশুদের বন্দি! ইংল্যান্ডের লেস্টারে জেহাদি হামলার শিকার হিন্দুরা
বিদেশ সচিব বলেন, "দূতাবাস ক্রমাগত ব্রিটিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে। এইরকম অনভিপ্রেত ঘটনা যাতে আর না ঘটে সেই দিকে নজর রাখা হচ্ছে। আমরা বার বার ব্রিটিশ সরকারকে অনুরোধ জানিয়েছি দোষীদের কড়া সাজা দেওয়া হোক।"
আরও পড়ুন: ইংল্যান্ডে হিন্দু মন্দিরে হামলার ঘটনার তীব্র নিন্দা ভারতীয় দূতাবাসের
অগাস্ট মাসে এশিয়া কাপে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচকে (India-Pakistan Cricket Match) কেন্দ্র করে উত্তপ্ত হয় ব্রিটেনের বেশ কিছু এলাকা। অশান্তি এবং সংঘর্ষের ঘটনা ঘটে। তারপর থেকেই লেস্টার (Leicester) সহ ব্রিটেনের বেশ কিছু এলাকায় বসবাসকারী ভারতীয়দের নিয়মিত হুমকির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ। ব্রিটিশ বিদেশ সচিবের সঙ্গে বৈঠকের পর ট্যুইটে বিদেশ মন্ত্রী জানিয়েছেন, ব্রিটেনে ভারতীয়দের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। ব্রিটিশ বিদেশ সচিব বিষয়টিতে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
A warm conversation with UK Foreign Secretary @JamesCleverly.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) September 21, 2022
Discussed taking forward Roadmap 2030. Appreciate his commitment to deepening our partnership.
Our conversation also covered global issues including Indo-Pacific, Ukraine and UNSC matters. pic.twitter.com/2PsqfZUqFd
২৮ অগাস্ট এশিয়া কাপে (Asia Cup) দুবাইতে মুখোমুখি হয় ভারত এবং পাকিস্তান (India-Pakistan Cricket Match)। ব্রিটিশ পুলিশ সূত্রে খবর, ম্যাচ ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে বচসা বাধে। ক্রমেই ক্রিকেট ফ্যানদের সেই ঝামেলা সংঘর্ষের আকার ধারণ করে। লেস্টারেই ঝামেলা সবচেয়ে বড় আকার নেয়। অশান্তির ভিডিও ভাইরালও হয় সোশ্যাল মিডিয়ায়। এখন অবধি এই ঘটনায় মোট ৪৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এশিয়া কাপ শেষ হয়ে গেলেও ম্যাচকে কেন্দ্র করে শুরু অশান্তির আগুন এখনও ধিক ধিক করে জ্বলছে। মঙ্গলবার নতুন করে অশান্তি হয় বার্মিংহাম এবং স্মেথউইকে। লেস্টারে হিন্দু মন্দিরে হামলা চালায় জিহাদিরা। আর এই বিষয়েই ব্রিটেন সরকারের দ্রুত পদক্ষেপ চায় ভারত।