img

Follow us on

Sunday, Jan 19, 2025

World Trade Organization:  বিশ্ব বাণিজ্য সংস্থার সম্মেলনে বড় জয় ভারতের, হল চুক্তিও  

আপোশের পথে হাঁটেনি ভারত...

img

 বিশ্ব বাণিজ্য সংস্থার সম্মেলনে বড় জয় ভারতের। নিজস্ব চিত্র

  2022-06-18 17:18:19

মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ব বাণিজ্য সংস্থার (World Trade Organization) সদস্য দেশগুলি সম্মেলনে শেষ হাসি হাসল ভারত (India)। দীর্ঘ আলোচনার পরে শেষমেশ অতিরিক্ত মাছ ধরার ক্ষেত্রে ভর্তুকি নিয়ে চুক্তি একমত হল ওই সংস্থার সদস্য দেশগুলি। করোনা  ভ্যাকসিনের (Corona Vaccine) ক্ষেত্রে পাঁচ বছরের জন্য পেটেন্ট ছাড়, বৈদ্যুতিক ট্রান্সমিশন পণ্যে আমদানি শুল্কে স্থগিতাদেশের বিষয়টি নিয়েও ২০২৪ সালের মার্চের মধ্যে ওই সংস্থার বৈঠকে আলোচনা হবে বলেও জানানো হয়েছে সংস্থার তরফে।

আরও পড়ুন : নতুন চার-দেশীয় গোষ্ঠী 'আই২ইউ২'-র সদস্য ভারত, আছে কারা?

বিশ্ব বাণিজ্য সংস্থার এই সিদ্ধান্তে খুশি ভারত। সম্মেলেন ভারতের প্রতিনিধিত্ব করছিলেন বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল। তিনি বলেন, সব মিলিয়ে ভাল সিদ্ধান্ত। ভারত যে কোনও বিষয়েই নিজেদের অবস্থান থেকে সরে আপোশের পথে হাঁটেনি। বরং প্রায় সব দাবি আদায়ে সক্ষম হয়েছে।

অতিরিক্ত মাছ ধরার ক্ষেত্রে ভর্তুকির বিষয়টি নিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থায় আলোচনা চলছে প্রায় দু দশক ধরে। এর জেরে সমুদ্রের ভারসাম্য নষ্টের কথাও ভারতের তরফে বলা হচ্ছিল বারংবার। তাই দাবি উঠেছিল অতিরিক্ত মাছ ধরার ক্ষেত্রে ভর্তুকি বন্ধের। তার পরেও এ ব্যাপারে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। ২০১৩ সালে বিশ্বজুড়ে পণ্য চলাচলের ক্ষেত্রে ঐক্যমত্যে পৌঁছে চুক্তি করেছিল বিশ্ব বাণিজ্য সংস্থা। তার পর থেকে এই প্রথম কোনও বিষয়ে চুক্তি করল তারা।

আরও পড়ুন : ডলার নয়, "রুপি-রুবল" বিনিময়ে হবে ভারত-রুশ বাণিজ্য! কীভাবে লেনদেন?

শুধু তাই নয়, রাষ্ট্রসংঘে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে কত খাদ্যশস্য পাঠাতে হবে, তার সীমা বেঁধে দিতে নিয়ম জারির পক্ষে একমত হতেও প্রস্তাব গ্রহণ করেছে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য দেশগুলি। সম্মেলেন ঠিক হয়েছে, এবার থেকে কোনও দেশের নিজস্ব চাহিদা বুঝে ঠিক হবে কত পরিমাণ খাদ্যশস্য সরবরাহ করা হবে।

গয়াল বলেন, সবাই ভেবেছিলেন এই বৈঠকও ব্যর্থ হবে। তা হয়নি। বেশ কিছু বিষয় দীর্ঘ দিন ধরে ঝুলেছিল। এখন আর কোনও বিষয় আটকে নেই। বাণিজ্যমন্ত্রীর দাবি, অবৈধ মাছ ধরা বন্ধ থেকে শুরু করে খাদ্যে ভর্তুকি ও কৃষকদের সাহায্য, সব বিষয়ে ভারত নিজের জায়গা ধরে রেখেছে। ই-কমার্সের মাধ্যমে রফতানির ক্ষেত্রে আলোচনার জন্যও সময় বেঁধে দেওয়া হয়েছে।

 

Tags:

India

WTO

World Trade Organization

wto ministerial conference


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর