img

Follow us on

Saturday, Nov 23, 2024

Canada: 'সজাগ থাকুন', কানাডাবাসী ভারতীয়দের সতর্ক করল বিদেশমন্ত্রক

ভারত সরকারের পক্ষ থেকে কানাডায় বসবাসকারী ভারতীয়দের ওট্টাওয়া, টরোন্টো বা ভ্যাঙ্কুভারের ভারতীয় দূতাবাসে নাম নথিভুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে।

img

কানাডা

  2022-09-24 17:42:01

মাধ্যম নিউজ ডেস্ক: কানাডায় (Canada) বসবাসকারী ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিল ভারতের বিদেশমন্ত্রক (MEA)। সেই দেশে ভারতীয়দের বিরুদ্ধে ক্রমবর্ধমান বিদ্বেষমূলক অপরাধ, বিচ্ছিন্নতাবাদী হিংসা এবং ভারত-বিরোধী কার্যকলাপের থেকে ভারতীয় শিক্ষার্থী ও অন্যান্য ভারতীয় নাগরিদের সতর্কতা অবলম্বন করার এবং সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শুক্রবার প্রকাশিত বিদেশমন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, “কানাডার সরকারের কাছে, এই ঘটনাগুলির বিষয়ে ভারতীয় বিদেশ মন্ত্রক এবং কানাডার ভারতীয় দূতাবাস উদ্বেগ প্রকাশ করেছে এবং তদন্ত ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানানো হয়েছে।”      
 
বিদেশ মন্ত্রকের বিবৃতিতে আরও বলা হয়েছে, “এখনও পর্যন্ত এই সব অপরাধীদের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা নেয়নি কানাডা। এই ধরণের ঘটনা ক্রমে বাড়ছে। তাই কানাডায় বসবাসকারী ভারতীয় নাগরিক ও শিক্ষার্থী এবং যাঁরা ভ্রমণের জন্যে কানাডা যাচ্ছেন তাঁরা সজাগ থাকুন এবং সতর্কতা অবলম্বন করুন।”

আরও পড়ুন: মোটা মাইনের টোপ, মায়ানমারে বন্দি বহু ভারতীয়, সতর্কবার্তা বিদেশ মন্ত্রকের

ভারত সরকারের পক্ষ থেকে কানাডায় বসবাসকারী ভারতীয়দের ওট্টাওয়া, টরোন্টো বা ভ্যাঙ্কুভারের ভারতীয় দূতাবাসে নাম নথিভুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া, ভারত সরকারের ওয়েবসাইট madad.gov.in-এ ভারতীয় নাগরিকেরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন। কোনও বিপদের সময় বা জরুরি অবস্থায়, কানাডায় অবস্থিত ভারতীয় সঙ্গে যাতে দূতাবাস সহজেই যোগাযোগ করতে পারে তাই এই ব্যবস্থা। 

এর আগে বৃহস্পতিবার, কানাডায় 'খালিস্তান গণভোট'- এর তীব্র নিন্দা করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, “একটি মিত্র দেশে যেভাবে চরমপন্থীদের এমন একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কার্যকলাপ করতে দেওয়া হয়েছে, তা অত্যন্ত আপত্তিজনক।” বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানান, ভারত কানাডা কর্তৃপক্ষের কাছে বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছে। এই বিষয়ে ভারতের পক্ষ থেকে কানাডাকে সমানে চাপ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। 

আরও পড়ুন: উত্তরাখণ্ডে তরুণী রিসর্ট কর্মীকে ‘হত্যা’ ছেলের, প্রাক্তন মন্ত্রীকে বহিষ্কার বিজেপির

গত এপ্রিল মাসে টরন্টো শহরে এক ভারতীয় পড়ুয়াকে মেট্রোস্টেশনের সামনে গুলি করে খুন করা হয়। সেই ঘটনায় শোক প্রকাশ করেছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সম্প্রতি টরন্টোয় স্বামীনারায়ণ মন্দিরের সামনে ভারত বিরোধী স্লোগান ঘিরে বিস্তর বিতর্ক হয়।  

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 
 

Tags:

MEA

Arindam Bagchi

Canada


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর