img

Follow us on

Friday, Nov 22, 2024

Daughter-In-Law: ছেলেকে ‘ডিভোর্স’ দিতে চাওয়ায় নৃশংসভাবে পুত্রবধূকে খুন করলেন মার্কিন প্রবাসী ভারতীয়!

অভিযুক্ত বৃদ্ধকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে ও তল্লাশির সময় তার বাড়ি থেকে .‌২২ ক্যালিবার বেরেটা পিস্তল উদ্ধার করেছে মার্কিন পুলিশ।

img

Daughter-In-Law

  2022-10-07 18:04:57

মাধ্যম নিউজ ডেস্ক: পুত্রবধূকে (Daughter-In-Law) গুলি করে মারার অপরাধে গ্রেফতার করা হল ৭৪ বছরের ভারতীয় বংশোদ্ভুত এক মার্কিন নাগরিককে। ক্যালিফোর্নিয়া থেকে তাকে গ্রেফতার করে মার্কিন পুলিশ। পুত্রবধূকে হত্যা করার ঘটনা এর আগে অনেক শোনা গিয়েছে। তবে এবারের ঘটনার পেছনের কারণটি শুনলে হয়তো আপনিও অবাক হবেন। সূত্রের খবর অনুযায়ী, ছেলের সঙ্গে বিবাহবিচ্ছেদ করার সিদ্ধান্ত নিয়েছিলেন পুত্রবধূ। আর সেই রাগেই তাঁকে নৃশংসভাবে হত্যা করেন ৭৪ বছরের বৃদ্ধ সিতল সিং দোসাঞ্জ। মৃত মহিলার পরিবারের অভিযোগের ভিত্তিতে সিতলকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে একটি আগ্নেয়াস্ত্র।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত শ্বশুর সিতল সিং তার পুত্রবধু গুরপ্রীত কউরকে (Daughter-In-Law) গত সপ্তাহে ওয়ালমার্টের সাউথ স্যান জোশ পার্কিং লটে খুন করেন। এখানেই গুরপ্রীত কাজ করতেন বলে জানা গিয়েছে। পুলিশ তদন্তের পরই সিতলকে গ্রেফতার করে।

আরও পড়ুন: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত পরিবারের শিশু সহ ৪ জনকে খুন

পুলিশ তদন্ত চলাকালীন জানতে পারে যে নিহত গুরপ্রীত শুক্রবার তাঁর কাকাকে ফোন করে নিজের আতঙ্কের কথা জানিয়ে বলেছিলেন যে সিতল তাঁর ওপর নজর রাখছে। প্রাণভয়ে আতঙ্কিত গুরপ্রীত তাঁর কাকাকে এও জানান যে শীতল তাঁকে খোঁজার জন্য ১৫০ মাইল গাড়ি চালিয়ে এসেছে। তাঁর ভাইঝির ফোন কল কেটে যাওয়ার আগের মুহূর্তে তিনি শুনেছিলেন যে সিতল গুরপ্রীতের গাড়ির দিকে ধীরে ধীরে এগিয়ে আসছিলেন৷ আর এরপরেই গুরপ্রীতের ফোন কেটে যায় ও তার প্রায় পাঁচ ঘণ্টা পরে ওয়ালমার্টের সহকর্মীরা তাঁকে (Daughter-In-Law) সেই পার্কিং লটে নিথর অবস্থায় দেখতে পান। চিকিৎসককে খবর দেওয়া হলে তিনি গুরপ্রীতকে মৃত বলে ঘোষণা করেন৷

পুলিশ সূত্রে জানা যায়, গুরপ্রীতের (Daughter-In-Law) দেহে দু'‌টি গুলির আঘাত ছিল। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছিল। গুরপ্রীতের কাকা তদন্তকারীদের এও জানিয়েছিলেন যে অভিযুক্তের ছেলেকে ডিভোর্স দেওয়ার প্রক্রিয়া শুরু করেছিলেন গুরপ্রীত। পুলিশ জানিয়েছে গুরপ্রীতের স্বামী ও শ্বশুর ফ্রেসনোতে থাকত এবং গুরপ্রীত স্যান জোসে। এরপর মার্কিন পুলিশ ফ্রেসনোতে সিতল দোসাঞ্জের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে এবং তল্লাশির সময় তার বাড়ি থেকে .‌২২ ক্যালিবার বেরেটা (.22-caliber Beretta pistol) পিস্তল পাওয়া যায়। নিহতের পরিবার থেকে অভিযুক্ত শ্বশুরের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। এরপর তাকে আদালতে পেশ করা হলে বিচারক ১৪ নভেম্বর তাকে ফের আদালতে পেশ করতে বলেছে।

Tags:

Walmart parking Lot Murder Case

Walmart Murder Case

Daughter in Law

Indian-American man Sital Singh Dosanjh

Gurpreet Kaur Dosanjh Murder case


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর