জানা গিয়েছে অগাস্ট মাসে এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে এই অশান্তির সূত্রপাত হয়।
লেস্টার পুলিশ
মাধ্যম নিউজ ডেস্ক: লেস্টারে (Leicester) ভারতীয় হিন্দু মন্দিরে হামলার তীব্র নিন্দা করল ব্রিটেনে অবস্থিত ভারতীয় দূতাবাস (Indian High Commission)। ঘটনার সঙ্গে অভিযুক্তদের দ্রুত কড়া শাস্তি দাবি করেছে হাই কমিশন। রবিবার লেস্টারের একটি হিন্দু মন্দিরে ভাঙচুর (Hindu temple vandalized) চালায় জেহাদিরা। মন্দিরের চূড়ার পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলারও অভিযোগ ওঠে।
ভারতীয় হাইকমিশনের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে একটি বিজ্ঞপ্তি পোস্ট করে বলা হয়েছে, "লেস্টারে বসবাসকারী ভারতীয়দের বিরুদ্ধে যে হিংসার ঘটনা ঘটেছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি৷ হিন্দু প্রতীকের অবমাননা করা হয়েছে এবং সংশ্লিষ্ট হিন্দু মন্দিরটি ভাঙচুর চালানো হয়েছে৷ আমরা সেই ঘটনারও প্রতিবাদ জানাচ্ছি ৷ আমরা বিষয়টি নিয়ে ব্রিটিশ প্রশাসনের সঙ্গে কথা বলব৷ যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে৷ আমরা আমাদের এই দাবি প্রশাসনকে জানাব৷ দোষীদের বিরুদ্ধে যাতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয় সেই আবেদনও রাখব ৷ যাঁরা এই ঘটনায় আক্রান্ত হয়েছেন, প্রশাসনকে বলব, তাঁদের সকলের নিরাপত্তা নিশ্চিত করা হোক৷"
আরও পড়ুন: রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে ইংল্যান্ডে দ্রৌপদী-হাসিনার সাক্ষাৎ
জানা গিয়েছে অগাস্ট মাসে এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে এই অশান্তির সূত্রপাত হয়। ক্রিকেট ম্যাচ ঘিরে পূর্ব ইংল্যান্ডের এই শহরে হঠাতই উত্তেজনা ছড়ায়। এই সময়ও এলাকায় বসবাসকারী ভারতীয়দের উপর দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে। সেই সময়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়। তাতে দেখা গিয়েছে, লেস্টারের পুলিশ দুই গোষ্ঠীর লোককে আটকানোর চেষ্টা করছে। দুই পক্ষকেই একে অপরের দিকে কাঁচের বোতল ছুঁড়তে দেখা যায় সেই ভিডিওতে। এছাড়া কিছু লোককে লাঠি হাতেও দেখা যায়।
তখনকার মতো অশান্তি খানিকটা ঠাণ্ডা হলেও, কয়েকদিন আগে সোস্যাল মিডিয়ায় একটি ভুয়ো পোস্টকে কেন্দ্র করে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের আগে, গত শনিবার সন্ধে থেকে অশান্তি আবার মাথা চাড়া দিয়ে উঠতে থাকে। রবিবার রাতে লেস্টারে বসবাসকারী পাকিস্তানি জনগোষ্ঠীর কিছু মানুষ বেলগ্রেভ রোডের ওই মন্দিরের উপর হামলা চালায় বলে অভিযোগ।
ঘটনায় ইতিমধ্যে ৪৭ জনকে আটক করেছে লেস্টার পুলিশ। এদের মধ্যে ২০ বছর বয়সী এক যুককে ১০ মাসের জেলের সাজা দেওয়া হয়েছে। লেস্টার আদালতে আত্মসমর্পন করেন আমোস নরোনহা নামের ওই যুবক। তাঁর কাছে অস্ত্র ছিল বলেও স্বীকার করেছেন তিনি।
আরও পড়ুন: মন্দিরে ভাঙচুর, শিশুদের বন্দি! ইংল্যান্ডের লেস্টারে জেহাদি হামলার শিকার হিন্দুরা
A further update on our response to the disorder in areas of East Leicester.
— Leicestershire Police (@leicspolice) September 19, 2022
A total of 47 arrests have been made so far.
If you have heard anything or have any more information you can submit this via our report link at https://t.co/i1pIZT74rW pic.twitter.com/RMIeKIzRrZ