img

Follow us on

Saturday, Jan 18, 2025

India In Afganistan: আফগানিস্তানে কূটনৈতিক উপস্থিতি ফের চালু ভারতের, কী প্রতিক্রিয়া তালিবানের?

বিপন্ন আফগানিস্তানে ত্রাণ নিয়ে গেল ভারতের বিশেষ টিম...

img

আফগানিস্তানে ত্রাণ নিয়ে গেল ভারতের বিশেষ টিম। নিজস্ব চিত্র

  2022-06-24 15:02:47

মাধ্যম নিউজ ডেস্ক: বিপন্ন প্রতিবেশীর পাশে ফের ভারত। ভূমিকম্প (Earth Quake) বিধ্বস্ত আফগানিস্তানের (Afganistan) রাজধানী কাবুলে (Kabul) দূতাবাসে ত্রাণ সামগ্রী সহ টেকনিক্যাল টিম পাঠিয়েছে ভারত। বৃহস্পতিবারের এই ঘটনায় কাবুলে ফের শুরু হল ভারতের (India) কূটনৈতিক উপস্থিতি।

নির্বাচিত সরকারকে হঠিয়ে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালিবান। তারপরেই সে দেশের দূতাবাস থেকে ভারতীয় কর্মকর্তাদের প্রত্যাহার করে নেয় সাউথ ব্লক। এই ঘটনার দশ মাসেরও বেশি সময় পরে কাবুলে ফের দল পাঠাল নয়াদিল্লি। তবে এবার গিয়েছে টেকনিক্যাল টিম। বিদেশ মন্ত্রকের তরফে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার ভারতীয়  একটি টেকনিক্যাল টিম কাবুলে পৌঁছেছে। সেখানে ভারতীয় দূতাবাসে তাদের মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন : ভয়াবহ ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান, মৃত্যু হাজার পার

পাকিস্তান, আফগানিস্তান এবং ইরানের জন্য বিদেশ মন্ত্রকের পয়েন্ট পার্সন জেপি সিংয়ের নেতৃত্বে একটি ভারতীয় দল কাবুল সফর করে। সেখানে তারা ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী মাওলাউই আমির খান মুত্তাকি এবং অন্য তালিবান নেতৃত্বের সঙ্গে দেখা করে। এই ঘটনার সপ্তাহ তিনেক পরে দূতাবাস ফের চালু করা হয়। যদি কাবুলে ভারতীয় ওই দূতাবাসে এতদিন কাজ করছিলেন স্থানীয় কর্মীরাই।   

বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, মানবিক সাহায্য কার্যকর করতে বিভিন্ন স্টেকহোল্ডারদের প্রচেষ্টা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ ও সমন্বয় করতে একটি ভারতীয় টেকনিক্যাল টিম কাবুলে পৌঁছেছে। সম্প্রতি আরও একটি ভারতীয় দল আফগানিস্তানে ভারতের মানবিক সহায়তার কাজের তদারকি করতে কাবুলে গিয়েছিল এবং তালিবানের বর্ষীয়ান সদস্যদের সঙ্গে তারা দেখাও করেছে।

বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, আফগান সমাজের সঙ্গে ভারতের সম্পর্ক দীর্ঘদিনের। আফগানিস্তানের জনগণের জন্য মানবিক সাহায্য ও উন্নয়নের ক্ষেত্রে ভারতের অংশীদারিত্ব বজায় থাকবে।

আরও পড়ুন : সন্ত্রাসমুক্ত আফগানিস্তান গড়তে, মানুষের পাশে সর্বদা থাকবে ভারত, বার্তা ডোভালের

বুধবার ভোরে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান এবং পাকিস্তানের বিস্তীর্ণ এলাকা। ভূমিকম্পের জেরে আফগানিস্তানে মৃত্যু হয় হাজারেরও বেশি মানুষের। জখম হয়েছেন হাজার দুয়েক মানুষ। তার পরেই টেকনিক্যাল টিম পাঠায় ভারত।

ভারতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আফগানিস্তানের তালিবান সরকার। তালিবান মুখপাত্র আবদুল ওয়াহার বালকি বলেন, ভারতের টেকনিক্যাল টিম পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত জানাই। ভারতের সঙ্গে আফগানিস্তানবাসী সম্পর্ক বহু পুরানো। মানবিক  সাহায্যের জন্যই দল পাঠিয়েছে ভারত।

 

Tags:

India In Afganistan

Afganistan

Indian technical team reaches Kabul

Kabul  embassy iaf quake relief


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর