img

Follow us on

Sunday, Jan 19, 2025

Indonesia Earthquake: ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২৫২, এবার কেঁপে উঠল সলোমনও

Indonesia-Solomon Earthquake: সলোমন উপকূল থেকে ৩০০ কিলোমিটার এলাকা পর্যন্ত সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

img

Indonesia-Solomon Earthquake

  2022-11-22 15:56:36

মাধ্যম নিউজ ডেস্ক: গতকাল ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল ইন্দোনেশিয়া। এরপরেই কার্যত মৃত্যু মিছিল। এই ভূমিকম্পের ফলে বহু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। মৃতের সংখ্যাও ক্রমশ বেড়েই চলেছে। আর আজ সেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫২। অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ১৩ হাজার জনকে। ভূমিকম্পের ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার ওয়েস্ট জাভা প্রদেশের গভর্নর। কারণ এখনও ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন বহু মানুষ। এক ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই ফের আজ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল সলোমন দ্বীপপুঞ্জ (Solomon Islands)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.০।

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প

গতকাল ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশ ভূমিকম্পে কেঁপে উঠেছিল। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৬। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানী জাকার্তার দক্ষিণ-পূর্বে প্রায় ৭৫ কিলোমিটার দূরে পশ্চিম জাভার সিয়ানজুর শহরের কাছে। অঞ্চলটিতে ২.৫ মিলিয়নেরও বেশি মানুষ বসবাস করে। গতকালের ভূমিকম্পের ঘটনার পর থেকে ভয়াবহ পরিস্থিতি সেখানে। সূত্রের খবর অনুযায়ী, ২২০০ টির বেশি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। ৫ হাজারের বেশি মানুষ ঘর ছাড়া হয়েছেন। একের পর এক বাড়ি ভেঙে গিয়েছে। হাসপাতাল, স্কুল, অফিস সব ভেঙে পড়েছে। একাধিক স্কুলের দেওয়াল পড়ে গিয়েছে। বিদ্যুৎ পরিষেবাও বিচ্ছিন্ন হয়েছে। এতটাই ভয়াবহ পরিস্থিতি যে, হাসপাতালের পার্কিং লটে চিকিৎসা করা হচ্ছে।

আজ সকালে পশ্চিম জাভার গভর্নর রিদওয়ান কামিল বলেছেন, সোমবারের ভূমিকম্পে অন্তত ১৬২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে অনেক শিশু ছিল এবং ৩০০ জনেরও বেশি আহত হয়েছে। তিনি বলেন, আহত ও মৃতের সংখ্যা বাড়তে পারে। তবে বেলা গড়াতেই মৃতের সংখ্যা ২৫২-তে পৌঁছে যায়।

আরও পড়ুন: হিমালয়ে বড় ভূমিকম্পের সম্ভাবনা বেশি,ভয়ংকর খবর শোনালেন বিশেষজ্ঞরা

সলোমন দ্বীপপুঞ্জে ভূমিকম্প

গতকালের এই ভয়াবহ পরিস্থিতি সামলানোর আগেই ফের ভূমিকম্পে কেঁপে উঠল সলোমন দ্বীপপুঞ্জ। ভারতীয় সময় অনুযায়ী, মঙ্গলবার ভোররাতে মালাঙ্গোর কাছে দক্ষিণ-পশ্চিমে সলোমন দ্বীপপুঞ্জের রাজধানী হোনিয়ারায় ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.০। প্রায় ২০ সেকেন্ডের জন্য এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা দেখে একে একটি শক্তিশালী ভূমিকম্প হিসাবেই দেখছেন বিশেষজ্ঞরা। এই ভূমিকম্পের উৎসস্থল ছিল সলোমন উপকূলের ভূ-পৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে। ফলে ভূ-কম্পের উৎসস্থল, সলোমন উপকূল থেকে ৩০০ কিলোমিটার এলাকা পর্যন্ত সুনামি সতর্কতা জারি করা হয়েছে। কম্পনের সময় আতঙ্কিত হয়ে লোকজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বের হয়ে উঁচু স্থানে আশ্রয় নেন বলে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

 

Tags:

Indonesia-Solomon Earthquake

Indonesia Earthquake

Solomon Islands Earthquake


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর