img

Follow us on

Sunday, Jan 19, 2025

International yoga day: 'গার্ডিয়ান রিং' কর্মসূচি কী? জানুন আন্তর্জাতিক যোগ দিবসের সঙ্গে এর যোগসূত্র

এ বছরের যোগ দিবসের থিম মানবতার জন্য যোগ...

img

আন্তর্জাতিক যোগ দিবস। প্রতীকী চিত্র

  2022-06-21 17:45:20

মাধ্যম নিউজ ডেস্ক: আজ, ২১ জুন। আন্তর্জাতিক যোগ দিবস (International yoga day)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নেতৃত্বে ভারতবর্ষে (India) ঘটা করে পালিত হচ্ছে দিনটি। বিশ্বজুড়েও পালিত হচ্ছে দিনটি। শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে যে যোগের ভূমিকা অনবদ্য, তা মেনে নিয়েছে গোটা বিশ্ব (World)। তার জেরেই বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয় দিনটি। যোগের মাধ্যমে যে রোগকে নিয়ন্ত্রণে আনা যায়, তা স্বীকার করেছেন চিকিৎসকদের একাংশও। যোগ দিবসে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রয়েছেন কর্নাটকের মাইসুরুতে। এদিন সকালে সেখানেই দিনটি পালন করেন তিনি। চলতি বছর যে বিষয়ের ওপর আলোকপাত করা হয়েছে, তা হল গার্ডিয়ান রিং (guardian ring)।

আরও পড়ুন : "যোগ জীবনে শান্তি আনে" আন্তর্জাতিক যোগ দিবসে অভিমত মোদির

জেনে নেওয়া যাক, গার্ডিয়ান রিং কি? গার্ডিয়ান রিং এমন এক কর্মসূচি যা 'এক সূর্য, এক পৃথিবী' ধারণার ওপর আলোকপাত করে। এটি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব দেশের লোকেরা উদযাপন করে। সূর্য যেমন পূবে উদিত হয়ে পশ্চিমে অস্ত যায়, বিশ্বের বিভিন্ন দেশের মানুষ যেভাবে সূর্যকে স্বাগত জানায়, ভারতে সেটাই সূর্য নমস্কার হিসেবে যুগ যুগ ধরে মান্যতা পেয়েছে। চলতি বছর যোগ দিবসের থিম মানবতার জন্য যোগ। সেই কারণেই এদিন ভোর থেকে গোটা বিশ্বে পালিত হচ্ছে যোগ দিবস। উদীয়মান সূর্যের দেশ জাপানেই এদিন প্রথম শুরু হয়েছে যোগ দিবস উদযাপন।

আরও পড়ুন : "জ্ঞান, কর্ম এবং ভক্তির একটি নিখুঁত সংমিশ্রণ", যোগ সাধনা প্রসঙ্গে মোদি

বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাসে দিনটি পালিত হয়েছে যথাযোগ্য মর্যাদায়। সরকারি এক আধিকারিক জানান, এ বছরই প্রথম গার্ডিয়ান রিংয়ের ধারণা চালু করা হয়েছে। যাতে পূর্ব থেকে পশ্চিম পৃথিবীর সব দেশের মানুষই অংশ নিতে পারেন এতে।

দূরদর্শন কর্তৃপক্ষের তরফে ভোর তিনটে থেকে এদিন বেলা ১০টা পর্যন্ত টানা সম্প্রচার করা হয়েছে। তার জেরে নিউইয়র্ক থেকে অষ্ট্রেলিয়া থেকে সারা পৃথিবীর মানুষ ৮০ ধরনের যোগ দেখতে পেরেছেন।  

এদিন কর্নাটকে অনুষ্ঠান শুরুর আগে প্রধানমন্ত্রী বলেন, এই সমগ্র মহাবিশ্ব আমাদের দেহ ও আত্মা থেকে শুরু হয়। যোগব্যায়াম আমাদের সচেতনতার পথে এগিয়ে নিয়ে যায়। তিনি বলেন, যোগ লক্ষ লক্ষ মানুষের মনে শান্তি আনবে। পাশাপাশি গোটা বিশ্বে শান্তির পরিবেশ তৈরি করবে। এইভাবে যোগ ব্যায়াম মানুষ এবং দেশকে সংযুক্ত করতে পারে। প্রধানমন্ত্রীর মতে, যোগ আমাদের সব সমস্যার সমাধান করতে পারে।

 

Tags:

India

Yoga

nternational yoga day

guardian ring


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর