img

Follow us on

Friday, Nov 22, 2024

Anti Hijab Protest: হিজাব বিরোধী আন্দোলনের সমর্থনে শাস্তি! গ্রেফতার অস্কারজয়ী সিনেমার অভিনেত্রী

Anti Hijab Protest: তাঁর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ও বিকৃত তথ্য প্রকাশ করে অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছে।

img

তারনেহ আলিদোস্তি

  2022-12-18 12:49:37

মাধ্যম নিউজ ডেস্ক: ইরানে সরকার-বিরোধী আন্দোলন ও বিক্ষোভে (Anti Hijab Protest) সামিল হওয়ার শাস্তি! ইরান পুলিশের হেফাজতে মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে হিজাব বিরোধী বিক্ষোভের জেরে এবার অস্কারজয়ী অভিনেত্রী তারনেহ আলিদোস্তিকে গ্রেফতার করল ইরান সরকার। গতকাল শনিবার তাঁকে গ্রেফতার করা হয় বলে ইরানের সংবাদমাধ্যম জানিয়েছে। গত ৮ ডিসেম্বর, সোশ্যাল মিডিয়ায় ইরানের হিজাব বিরোধী আন্দোলনের (Anti Hijab Protest) সমর্থনের পোস্ট করেছিলেন তিনি। এরপরেই জানা গিয়েছে, তারানেহকে দেশজুড়ে আন্দোলন সম্পর্কে 'মিথ্যা ছড়ানোর' অভিযোগে আটক করা হয়েছে।

হিজাব বিরোধী আন্দোলনের সমর্থনে গ্রেফতার ইরান অভিনেত্রী

এর আগেও সরকার বিরোধী (Anti Hijab Protest) আন্দোলনকে সমর্থন করায় ইরানে এক ব্যক্তি মহসেন শেখারিকে গ্রেফতার করা হয়েছিল ও তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এবার সরকারের হাতে আটক অভিনেত্রীও। ইরানের সংবাদ সংস্থা সূত্রে খবর, ৩৮ বছর বয়সি অভিনেত্রী তারনেহ আলিদোস্তিকে আটক করা হয়েছে। ২০১৬ সালের অস্কারজয়ী সিনেমা ‘দ্য সেলসম্যান’ -এ অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছিলেন তারনেহ। ২০১৬ সালে ছবিটি অস্কারও পায়। এবার তাঁর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ও বিকৃত তথ্য প্রকাশ করে অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: প্রতিবাদী মহিলাদের বুক-যৌনাঙ্গ লক্ষ্য করে গুলি! প্রকাশ্যে ইরান সরকারের বর্বরতা

অভিনেত্রী তারনেহর পোস্ট

আলিদোস্তি গত ৮ ডিসেম্বর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লিখেছিলেন, “আপনাদের নীরবতা মানে অত্যাচার ও অত্যাচারীর সমর্থন করা।” উল্লেখ্য, যে দিন আলিদোস্তি এই পোস্ট করেন, সে দিনই ইরানে সরকার-বিরোধী আন্দোলনে (Anti Hijab Protest) মহসেন শেখারিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তিনি আরও লেখেন, “এই নৃশংসতা যে আন্তর্জাতিক সংস্থাগুলি দেখেও মুখ বুজে রয়েছে, তারা প্রত্যেকে মানবতার নামে লজ্জা।” এই পোস্টের কারণেই আলিদোস্তিকে গ্রেফতার করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর ইরানের নীতি পুলিশের কবলে মাহশা আমিনির মৃত্যুর ঘটনার পরেই প্রতিবাদে গর্জে ওঠে ইরানের জনগণ (Anti Hijab Protest) । মহসেন শেখারিকে মৃত্যুদণ্ড দেওয়ার পরে ১২ ডিসেম্বর, ২৩ বছর বয়সী প্রতিবাদকারী মাজিদ্রেজা রাহনাভার্ডকেও প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়। এই সরকার বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত আরও নয়জনকে গ্রেফতার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে হাজার হাজার লোককে আটক করা হয়েছে এবং আন্দোলনে থাকার জন্য ৪০০ জনকে ১০বছর পর্যন্ত কারাদণ্ড দিয়েছে ইরান সরকার। অভিনেত্রী আলিদোস্তিও মাহশা-মৃত্যুর পর থেকেই সরকারের বিরুদ্ধে সরব, ফলে তাঁকেও রেহাই দিল না ইরান সরকার।

Tags:

Anti Hijab Protest

Iran Hijab Row

Taraneh Alidoosti detained

Taraneh Alidoosti


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর