হিজাব বিরোধী আন্দোলনের বিরুদ্ধে কড়া ইরান সরকার
হিজাব আইনের বিরুদ্ধে প্রতিবাদ ইরানে (ফাইল)
মাধ্যম নিউজ ডেস্ক: মহিলারা ঠিকমতো দেশের হিজাব আইন (Hijab Law) মানছেন কি না, তার ওপর নজরদারি চালাতে এবার প্রযুক্তির সাহায্য নিতে চলেছে ইরান (Iran) সরকার। যে সকল মহিলা এই আইন অমান্য করছেন, বিশেষ ধরনের ‘ফেসিয়াল রিকগনিশন’ (facial recognition) সফ্টওয়্যার দিয়ে তাঁদের চিহ্নিত করে ব্যবস্থাগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে তেহরান।
বেশ কিছুদিন ধরেই মহিলাদের পোশাকের ওপর কড়া পদক্ষেপ গ্রহণ করছে ইরান প্রশাসন। ইরানের ‘পুণ্য প্রচার ও পাপরোধ’ সংক্রান্ত দফতরর সচিব মহম্মদ সালেহ হাশমি গোলপায়েগানি জানান, প্রকাশ্যে মহিলারা ঠিকঠাক পোশাক পরছেন কিনা তার ওপর নজর রাখতেই এই বিশেষ নজরদারি প্রযুক্তি ব্যবহার করা হবে।
১২ জুলাই দিনটিকে জাতীয় হিজাব ও পবিত্র দিবস হিসেবে ঘোষণা করেছে ইরান প্রশাসন। এরপরই, এর প্রতিবাদে সরব হয়েছেন সেদেশের মহিলারা। কখনও রাস্তায় তো কখনও সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদে গর্জে উঠেছেন তাঁরা। একদিকে, প্রকাশ্যে আন্দোলনে সামিল হয়েছেন মহিলারা। তেমনই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হিজাব খুলে ছবি তুলে #nohijabday বলে জোর প্রচার চলেছে। সেখানে তাঁরা হিজাব খুলে ছবি ও ভিডিও পোস্ট করে প্রতিবাদ জানিয়েছেন।
আরও পড়ুন: শিখদের পাগড়ি কিংবা কৃপাণের সঙ্গে তুলনা চলে না হিজাবের, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
এই ঘটনার প্রেক্ষিতে দেশজুড়ে প্রতিবাদীদের আটক করার প্রক্রিয়া শুরু করেছে ইরান সরকার। নেদারল্যান্ডের টুয়েন্ট বিশ্ববিদ্যালয়ের গবেষক আজাদেহ আকবরী জানান, ইরান সরকার দীর্ঘদিন ধরে আইন লঙ্ঘনকারী ব্যক্তিদের সনাক্ত করতে এই ফেস রিকগনিশন পদ্ধতির ব্যবহার করে আসছে। বর্তমানে সরকার এই পদ্ধতিটিকে ভিন্ন রূপে ব্যবহার করে স্বৈরতন্ত্রের পরিচয় দিচ্ছে।
১৯৭৯ সালে ইরানে ইসলামিক বিপ্লবের পর থেকেই মহিলাদের মাথা ঢেকে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। ইরানের একটি সমাজসেবী সংগঠন হরানা দাবি করেছে, ইরানে হিজাব না পরায় ২৮ বছর বয়সি এক মহিলাকে বাসের সহযাত্রীর কাছে তিরস্কৃত হতে হয়েছিল। পরে পুলিশ ওই মহিলাকে গ্রেফতার করে মারধর করেছিল।
লন্ডনের সোয়াস ইউনিভার্সিটির সেন্টার ফর ইরানিয়ান স্টাডিজের ইমেরিটাস অধ্যাপক অ্যানাবেলে স্রেবার্নি বলেছেন, ইরান ভয়াবহ অর্থনৈতিক সংকটে ভুগছে। মুদ্রাস্ফীতির হার প্রায় ৫০ শতাংশে পৌঁছে যেতে পারে। কিন্তু সরকার নারী অধিকারের ওপর জোর দিচ্ছে। তিনি আরও বলেছেন, সরকার দেশের আর্থিক সমস্যার মতো গুরুত্বপূর্ণ বিষয় থেকে নজর ঘোরাতেই এই বিষয়গুলিতে জোর দিচ্ছে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।