img

Follow us on

Saturday, Dec 28, 2024

Israel: হত্যা করা হয়েছে সাংবাদিক সেজে থাকা ইসলামিক জেহাদি জঙ্গিদের, দাবি ইজরায়েলের

Terrorists: সাংবাদিক নয়, ইসলামিক জেহাদি জঙ্গিদেরই হত্যা করা হয়েছে...

img

এই সেই পাঁচ জঙ্গি যারা সাংবাদিক সেজে ছিল। সংগৃহীত ছবি।

  2024-12-27 16:46:32

মাধ্যম নিউজ ডেস্ক: সাংবাদিকদের হত্যা করা হয়নি। হত্যা করা হয়েছে সাংবাদিক সেজে থাকা ইসলামিক জেহাদি জঙ্গিদের (Terrorists)। বৃহস্পতিবার এমনই দাবি করেছে ইজরায়েল (Israel) ডিফেন্স ফোর্সেস। এক্স হ্যান্ডেলে ইজরায়েল ডিফেন্স ফোর্সেস লিখেছে, “গত রাতে আইডিএফ এবং আইএসএ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইএএফ নুসাইরাত এলাকায় একটি যানবাহনের ভেতরে থাকা ইসলামিক জিহাদ জঙ্গি দলের ওপর নির্ভুল হামলা চালায়। এই হামলায় বেশ কয়েকজন ইসলামিক জিহাদ জঙ্গি নিহত হয়েছে।”

সাংবাদিকের ছদ্মবেশে ইসলামিক জঙ্গি (Israel)

গোয়েন্দারা জেনেছেন, এই ব্যক্তিরা ইসলামিক জিহাদ সদস্য যারা সাংবাদিক সেজেছিল। একটি গুরুত্বপূর্ণ সূত্রও মিলেছিল যা আইডিএফ গাজায় অভিযানের সময় আবিষ্কার করেছিল। যে চারজন নিহত হয়েছিল, তারা ইসলামিক জিহাদ সন্ত্রাসী সংগঠনের সদস্য। প্রসঙ্গত, ঠিক একদিন আগে, সিএনএন একটি হাসপাতাল ও তাদের সংবাদ মাধ্যমের বিবৃতি উল্লেখ করে জানিয়েছিল, গাজায় একটি ইজরায়েলি হামলায় পাঁচ সাংবাদিক নিহত হয়েছিলেন।

ইসলামিক জিহাদ গ্রুপ

হাসপাতাল সূত্রে খবর, আল-কুদস টুডে টেলিভিশনের একটি গাড়ি আল-আওদা হাসপাতালের বাইরে পার্ক করা ছিল। তখনই এর ওপর আঘাত করা হয়। গাজাভিত্তিক এই টেলিভিশন চ্যানেলটি প্যালেস্তাইন ইসলামিক জিহাদ গ্রুপের সঙ্গে (Israel) যুক্ত। ঘটনাস্থলে থাকা অন্য সাংবাদিকরা জানান, আইমান আল-জাদি, ফয়সাল আবু আল-কুমসান, মোহাম্মদ আল-লাদা, ইব্রাহিম আল-শেখ আলি এবং ফাদি হাসুনা ওই গাড়ির ভেতরে ঘুমাচ্ছিল। তখনই হামলাটি হয়।

আরও পড়ুন: মনমোহন সিংয়ের প্রয়াণ, সাতদিনের জাতীয় শোক ঘোষণা কেন্দ্রের

ঘটনার পরবর্তী অবস্থার ফুটেজে দেখা গিয়েছে যে গাড়িগুলি জ্বলন্ত অবস্থায় রয়েছে এবং পিছনের দরজাগুলিতে বড় অক্ষরে টিভি এবং প্রেস লেখা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আর একটি ভিডিওতে দেখা গিয়েছে যে গাড়িটি সম্পূর্ণ আগুনে পুড়ে গিয়েছে। আল-কুদস টুডে টেলিভিশন হামলার নিন্দা করেছে। তাদের বক্তব্য, ওই পাঁচ জন তাদের (Israel) সাংবাদিকতা ও মানবিক দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হয়েছেন (Terrorists)।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

Terrorists

Israel

israel hamas war

Hamas

news in Bengali   

journalists


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর