Italy: বন্দুকবাজের হামলায় ইতালির প্রধানমন্ত্রীর বান্ধবী সহ নিহত ৪

নিকোলেটা গোলিসানো ছাড়া আরও তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে ওই হামলায়
prime_minister_and_her_friend
prime_minister_and_her_friend

মাধ্যম নিউজ ডেস্ক: বন্ধুদের সঙ্গে বারে বসে আড্ডা দিচ্ছিলেন। যে সে ব্যক্তিত্ব নন। ইতালির (Italy) প্রধানমন্ত্রীর কাছের বন্ধু। এমন সময় বন্দুকবাজদের হামলায় মৃত্যু হল তাঁর। বন্দুকবাজের হামলায় মৃত ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বান্ধবীর নাম নিকোলেটা গোলিসানো। নিকোলেটা গোলিসানো ছাড়া আরও তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে ওই হামলায়।

সূত্রমতে জানা গেছে, রোমের একটি বারে বসে কয়েক জন পরিচিতের সঙ্গে গল্পগুজব করছিলেন নিকোলেটা গোলিসানো। হঠাৎ সেখানে গুলি চলে। কাছের বান্ধবীকে হারিয়ে সোশাল মিডিয়াতে আবেগঘন পোস্ট করেছেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তাঁর সঙ্গে বান্ধবী নিকোলেটার একটি পুরনো ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘‘আমার কাছে ও সবসময় এমনই হাসিখুশি আর সুন্দর থাকবে। এ ভাবে চলে যাওয়াটা ঠিক হল না।’

আরও পড়ুন: হিজাব-বিরোধী আন্দোলনে সামিল হওয়ায় যুবককে ফাঁসি! ফের সরকার-বিরোধী বিক্ষোভ ইরানে

কীভাবে ঘটল এমন ঘটনা 

স্থানীয় সূত্রে জানা গেছে, রোমের একটি বারে বসে রবিবার আরও কয়েক জন পরিচিতের সঙ্গে যখন গল্পগুজব করছিলেন ইতালির (Italy)  প্রধানমন্ত্রীর বান্ধবী তখনই সেই আড্ডার ঠেকে হঠাৎ হাজির হন এক প্রৌঢ়। অভিযোগ, তিনি ঘরে ঢুকে পকেট থেকে বন্দুক বার করে গুলি চালান। গুলিবিদ্ধ হন উপস্থিত ৪ জন। তাঁদের মধ্যে মেলোনির বান্ধবী-সহ ৩ জনেরই মৃত্যু হয়েছে। ইতিমধ্যে অভিযুক্ত ৫৭ বছরের ওই প্রৌঢ়কে গ্রেফতার করেছে ইতালির (Italy) পুলিশ। অভিযুক্তকে ঘটনাস্থলেই ধরে ফেলেন স্থানীয়রা। তুলে দেওয়া হয় পুলিশের হাতে। পুলিশ জানিয়েছে, ঘাতক প্রৌঢ় ওই এলাকারই বাসিন্দা। তার বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: জি ২০ সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন পুতিন! কী বললেন তাঁর মুখপাত্র?

প্রত্যক্ষদর্শীদের বয়ান

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ‘‘লোকটি ঘরে ঢুকেই চিৎকার শুরু করল,তারপর বলতে থাকল, ‘আমি তোমাদের সকলকে মেরে ফেলব।’ তার পরেই গুলি চালাল।’’

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles