১২ লক্ষ টাকা দামি পোশাক বানাতে সময় লেগেছে ৪০ দিন।
কুকুরের পোশাক পরে টোকো।
মাধ্যম নিউজ ডেস্ক- মানুষ স্বপ্নপূরণের জন্য জীবনে কি কি না করে থাকেন। কেউ বেশি সুন্দর হওয়ার জন্য মুখে বা শরীরে প্লাস্টিক সার্জারি করান। আবার কারোর শখ থাকে পুরো শরীর জুড়ে ট্যাটু করানোর। তবে কখনও কি এমন শখের কথা শুনেছেন যে, মানুষ কুকুর হতে চায়! সম্প্রতি এমনটা ঘটেছে জাপানের টোকিও শহরে। টোকো নামে এক জাপানি যুবক স্বপ্ন দেখতেন তিনি কুকুর হবেন। অবশেষে স্বপ্নপূরণ।
হুবহু কুকুরের মতো দেখাবার জন্য জেপেট (Zeppet) নামক পোশাক সংস্থার সঙ্গে যোগাযোগ করেন তিনি। তাঁদের দিয়ে বানানো হয় একটি কস্টিউম। যার দাম ১২লক্ষ টাকা। টোকোর শর্ত ছিল, দাম যাই হোক, পোশাকটি এমন হতে হবে যাতে, খুব ভাল করে দেখলেও কেউ বুঝতে না পারে এটি কুকুর না মানুষ। তিনি নিজেকে কুকুরের একটি প্রজাতি 'কলি'র (Collie) মতো ভাবে দেখতে চান।
জাপানের বিনোদন হাউসগুলোর জন্য পোশাক তৈরি করে জেপেট ( Zeppet)। বহু মূর্তিও তৈরি করেছে তারা। জাপানের বিখ্যাত ম্যাসকট চরিত্রের পোশাকও তাদেরই তৈরি। তাই এই সংস্থার সঙ্গেই যোগাযোগ করেন টোকো। এই নতুন ধরনের কুকুরের পোশাক তৈরির জন্য তাদের সময় লাগে ৪০ দিন।
কলি নামক এই প্রজাতি বেছে নিয়েছেন কেন? এই প্রশ্নের জবাবে টোকো বলেন, "আমার প্রিয় পোষ্য হল কুকুর। আমি বরাবরই কুকুর ভালবাসি। কলি হল লম্বা লোমওয়ালা কুকুর। এই কুকুরটির পোশাক পরলে বিভ্রান্তি হতে পারে। লম্বা লোম থাকায় কুকুর না মানুষ সহজে বোঝা যাবে না। তাই আমি কলি নামক এই প্রজাতিটাই বেছে নিই।"
কুকুরের পোশাক পরে ট্যুইটারে নিজের ছবিও শেয়ার করেছেন টোকো। সেই ছবি এখন ভাইরাল। তাঁকে নিয়ে চর্চা নেটিজেনদের মধ্যে। তাঁর এই নতুন অবতার দেখে অবাক বিশ্ববাসী। এরকম আজব কাণ্ড দেখে সবার মনে একটাই প্রশ্ন এরকম শখও থাকে মানুষের?