img

Follow us on

Sunday, Jan 19, 2025

Job Opportunity:ইজরায়েলের পর এবার তাইওয়ান, ফের কাজের সুযোগ লক্ষ ভারতীয়ের!

১৩টি দেশের মধ্যে রয়েছে জাপান, ফ্রান্স এবং ব্রিটেনও...

img

প্রতীকী ছবি।

  2023-11-11 20:14:01

মাধ্যম নিউজ ডেস্ক: এক লাখ ভারতীয়ের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে চলেছে ইজরায়েলে। এবার চাকরি (Job Opportunity) পেতে চলেছেন আরও এক লক্ষ ভারতীয়। চাকরি মিলবে তাইওয়ানে। জানা গিয়েছে, তাইওয়ানের কারখানা, ফার্ম, হাসপাতাল সহ বিভিন্ন ক্ষেত্রে সুযোগ মিলবে কাজের। ব্লুমবার্গের রিপোর্ট থেকেই জানা গিয়েছে এ তথ্য। রিপোর্ট বলছে, ভারতীয়দের এই কাজের সুযোগ মিলবে মাসখানেকের মধ্যেই। ডিসেম্বরের মধ্যে এ নিয়ে চুক্তি হতে পারে দুই দেশের।

কাজের সুযোগ ইজরায়েলে

প্যালেস্তাইনকে ভাতে মারতে ইজরায়েলে যেসব প্যালেস্তাইনের নাগরিক বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন, তাঁদের ছাঁটাই করে ভারতীয়দের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে তেল আভিভ। তবে তাইওয়ানের ক্ষেত্রে বিষয়টি আলাদা। সেদেশে তরুণদের সংখ্যা ক্রমশ কমছে। বাড়ছে বয়স্ক নাগরিকের সংখ্যা। সেই কারণেই প্রয়োজন তরুণদের। ভারত থেকেই এঁদের নিয়ে যেতে চাইছে তাইওয়ান সরকার। তাইওয়ানের শ্রম মন্ত্রক জানিয়েছে, যে সব দেশ তাদের (Job Opportunity) শ্রমিকের জোগান দিতে পারবে, তাদের স্বাগত।

স্বাক্ষরিত চুক্তি

প্রসঙ্গত, কিছুদিন আগেই বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছিলেন, ভারত এবং তাইওয়ানের মধ্যে কাজ সংক্রান্ত চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ব্লুমবার্গের রিপোর্ট উল্লেখ করে এক সরকারি আধিকারিক জানান, কর্মসংস্থানের বিষয়ে ১৩টি দেশের সঙ্গে ভারতের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই ১৩টি দেশের মধ্যে রয়েছে জাপান, ফ্রান্স এবং ব্রিটেনও। নেদারল্যান্ড, গ্রিস, ডেনমার্ক এবং সুইৎজারল্যান্ডের সঙ্গেও বিষয়টি নিয়ে চুক্তি চূড়ান্ত হয়েছে।

আরও পড়ুুন: প্রতিশ্রুতি রাখছে বিজেপি সরকার, উত্তরাখণ্ডে চালু হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি!

জানা গিয়েছে, তাইওয়ানে বেকারত্বের হার সর্বনিম্নে নেমে এসেছে ২০০০ সাল থেকে। সেখানকার অর্থনীতি প্রায় ৭০৯ বিলিয়ন মার্কিন ডলারের। সেই অর্থনীতির চাকা যাতে সচল থাকে, তাই ভারতীয় তরুণদের নিয়োগ করতে চলেছে তাইওয়ান সরকার। ভারত-তাইওয়ান চুক্তি স্বাক্ষরিত হলে, ভারতীয় কর্মীরা সে দেশে গিয়ে স্থানীয়দের সমান হারে বেতন এবং বিমার মতো রক্ষাকবচও পাবেন। ভারত-তাইওয়ান চুক্তি নিয়ে তাইওয়ানকে হুঁশিয়ারি দিয়েছে চিন। যদিও ড্রাগনের দেশের সেই হুঁশিয়ারিতে কান দেয়নি তাইওয়ান। প্রসঙ্গত, তাইওয়ানকে চিনের অংশ বলে মনে করে বেজিং। আর তাইওয়ান বিশ্বাস করে তারা (Job Opportunity) স্বাধীন একটি দেশ।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

Tags:

bangla news

Bengali news

Indian

Job Opportunity

Taiwan

 madhyom