img

Follow us on

Thursday, Oct 31, 2024

Justin Trudeau: আরও গাড্ডায় ট্রুডো! কানাডার প্রধানমন্ত্রীকে সরাতে এবার গোপন ভোটের দাবি উঠল দলেই

Canada: ক্রমেই জোরালো হচ্ছে ট্রুডোর পদত্যাগের দাবি, ভারত বিরোধিতার মাশুল গুণতে হবে কানাডার প্রধানমন্ত্রীকে!...

img

ক্রমেই গাড্ডায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। জোরালো হচ্ছে পদত্যাগের দাবি। ফাইল ছবি।

  2024-10-31 14:53:37

মাধ্যম নিউজ ডেস্ক: আরও গাড্ডায় কানাডার (Canada) প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau)! অচিরেই বোধ হয় ভারত বিরোধিতার মাশুল গুণতে হবে তাঁকে। ক্রমেই দলে সুর চড়ছে ট্রুডো বিরোধিতার। আগামী বছর সাধারণ নির্বাচন রয়েছে কানাডায়। সেই নির্বাচনে ট্রুডোর দল লিবারেল পার্টি লড়তে চায় না ট্রুডোকে সামনে রেখে। তাই ক্রমেই জোরালো হচ্ছে ট্রুডোকে সরানোর দাবি। দিন কয়েক আগেই লিবারেল পার্টির সাংসদদের একাংশ সরব হয়েছিলেন ট্রুডোর পদত্যাগের দাবিতে। এবার তাঁকে সরাতে গোপন ভোটের দাবি জানালেন তাঁরা।

ক্ষোভ ট্রুডোর দলেই (Justin Trudeau)

গত বছর খালিস্তানপন্থী জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুন হন কানাডায়। ওই ঘটনায় ভারতের দিকে অভিযোগের আঙুল তোলেন ট্রুডো। কানাডার সংসদে দাঁড়িয়ে তিনি সরাসরি তোপ দেগেছিলেন ভারতের বিরুদ্ধে। নিজ্জর খুনে ভারত-যোগের প্রমাণ চেয়েছিল নয়াদিল্লি। যদিও ট্রুডো সরকার তা দিতে পারেনি। ওই ঘটনায় তলানিতে ঠেকে ভারত-কানাডা সম্পর্ক। তা নিয়ে প্রধানমন্ত্রীর ওপর ক্ষুব্ধ ছিলেন তাঁরই দলের লোকজন।

গোপন ভোটের দাবি

সম্প্রতি ট্রুডো প্রকাশ্যে স্বীকার করেন, উপযুক্ত কোনও প্রমাণ ছাড়াই তিনি দোষারোপ করেছিলেন ভারতকে। তারপরেই দলে আরও কোণঠাসা হয়ে পড়েন ট্রুডো (Justin Trudeau)। ট্রুডোরই দলের ২৪ সাংসদ ‘নিজের ভবিষ্যৎ নির্ধারণ’ করতে ট্রুডোকে সময় দিয়েছিলেন ২৮ অক্টোবর পর্যন্ত। তাঁদের দাবি মেনে ট্রুডো অবশ্য পদত্যাগ করেননি। তাই এবার গোপন ভোটের দাবি তুললেন তাঁর দলের সাংসদরাই। কানাডার একটি জনপ্রিয় সংবাদপত্রের দাবি, নতুন করে লিবারেল পার্টির আরও ছজন সাংসদ সরব হয়েছেন ট্রুডোর পদত্যাগের দাবিতে।

আরও পড়ুন: রাষ্ট্রীয় একতা দিবসে সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

সাম্প্রতিককালে দুই সুরক্ষিত আসনে হেরে যায় ট্রুডোর দল। তার পরেই ফের প্রশ্ন ওঠে ট্রুডোর নেতৃত্ব নিয়ে। সম্প্রতি এক জনমত সমীক্ষায় প্রকাশ, ট্রুডোর নেতৃত্বে নির্বাচনে গেলে ধরাশায়ী হবে লিবারেল পার্টি। ভারত-বিরোধিতার ক্ষোভের যে ধোঁয়া পুঞ্জীভূত হচ্ছিল ট্রুডোর দলের অন্দরে, জনমত সমীক্ষার ফল তাতে অক্সিজেন জোগায়। তার পরেই জোরালো হতে থাকে ট্রুডোর পদত্যাগের দাবি। সম্প্রতি এক শরিক সমর্থন প্রত্যাহার করায় ট্রুডো সরকার এমনিতেই সংখ্যালঘু। তার ওপর দলেই উঠছে পদত্যাগের দাবি। সব মিলিয়ে লেজেগোবরে দশা ট্রুডোর (Justin Trudeau)।

ট্রুডোকে (Canada) ভারত বিরোধিতার মাশুল গুণতে হবে প্রধানমন্ত্রীর পদ খুইয়ে!

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

 

  

Tags:

Madhyom

bangla news

Bengali news

Canada

Justin Trudeau

news in Bengali     

Trudeau

canada pm


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর