img

Follow us on

Friday, Nov 22, 2024

Rishi Sunak: ঋষি সুনককে দীপাবলির মিষ্টি খাওয়ার অনুরোধ করে সৌজন্য বিনিময় কিংস চার্লসের

যুক্তরাজ্যের প্রথম হিন্দু, ভারতীয় বংশোদ্ভূত এবং গত ২০০ বছরের মধ্যে তরুণতম প্রধানমন্ত্রী হিসেবে ১০ ডাউনিং স্ট্রিটে প্রবেশ করলেন ঋষি সুনক।

img

চার্লস-সুনক

  2022-10-27 08:55:06

মাধ্যম নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথম সাক্ষাৎ ঋষি সুনক (Rishi Sunak) এবং কিং চার্লসের (King Charles)। হল সৌজন্য বিনিময়। সুনকের ভারত-যোগের কথা মাথায় রেখে দীপাবলির মিষ্টি খাওয়ার অনুরোধ করেন চার্লস।    

মঙ্গলবার ঋষি সুনককে সরকারিভাবে ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করেন কিং তৃতীয় চার্লস। বরিস জনসন এবং পেনি মর্ডান্টকে প্রতিযোগিতায় হারিয়ে কনজারভেটিভ দলের নেতা নির্বাচিত হয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত ৪২ বছরের সুনক। এদিন বাকিংহাম প্যালেসে গিয়ে রাজা চার্লসের সঙ্গে দেখা করেন ঋষি সুনক এবং প্রাক্তন প্রধানমন্ত্রী লিজ ট্রাস। ট্রাস সরকারিভাবে ইস্তফা দেওয়ার পরেই কিং চার্লস ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে নিয়োগ করেন ঋষি সুনককে। প্রসঙ্গত, রাজা হওয়ার পর, এই প্রথম কাউকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করলেন চার্লস। এর আগে তাঁর মা, রানী তৃতীয় এলিজাবেথ পনেরো জন প্রধানমন্ত্রী নিয়োগ করেছিলেন।

আরও পড়ুন: কাশ্মীরে একের পর এক এনকাউন্টারে খতম একাধিক লস্কর জঙ্গি

যুক্তরাজ্যের প্রথম হিন্দু, ভারতীয় বংশোদ্ভূত এবং গত ২০০ বছরের মধ্যে তরুণতম প্রধানমন্ত্রী হিসেবে ১০ ডাউনিং স্ট্রিটে প্রবেশ করলেন ঋষি সুনক। এদিন বাকিংহাম প্যালেসে, রাজা চার্লস ঋষি সুনককে করমর্দন করে অভিবাদন জানান। প্রধানমন্ত্রী নিয়োগ করা যুক্তরাজ্যের রাজার  অন্যতম সাংবিধানিক দায়িত্ব। এর জন্য সোমবার বিকেলে স্যান্ড্রিংহামের রাজকীয় এস্টেট থেকে ব্যক্তিগত বিমানে লন্ডনে ফিরে এসেছিলেন তিনি।  ঋষির হাত ধরে এই নিয়ে চলতি বছরেই তৃতীয় প্রধানমন্ত্রী পেল ব্রিটেন। মাত্র ৪৯ দিনের মাথায় পদত্যাগ করেন লিজ ট্রাস। তার পরই ঋষি প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন।

রাজা চার্লসের সঙ্গে দেখা করে বেরিয়ে মঙ্গলবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বার যুক্তরাজ্যবাসীর উদ্দেশ্যে বক্তৃতা রাখেন ঋষি। তাতে দ্রুত অর্থনীতিকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসার প্রতিশ্রুতি দেন তিনি। পূর্বসূরীদের ব্যর্থতা কাটিয়ে, ঢিলেমি সরিয়ে, সরকারি রীতিনীতিতে প্রতিযোগিতার পরিবেশ ফিরিয়ে আনার শপথ নেন। এছাড়াও ন্যাশনাল হেল্থকেয়ার সিস্টেম-এর আওতায় ব্রিটেনের স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামোকে আরও মজবুত করে তোলার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। দেশে উন্নততর স্কুল, নিরাপদ রাস্তা, অত্যাধুনিক সামরিক বাহিনী এবং কর্মসংস্থানের ব্য়বস্থাও করবেন বলে জানিয়েছন। ঋষির সাফ কথা, "সব স্তরে সকলের অন্তর্ভুক্তি, পেশাদারিত্ব এবং দায়িত্ববোধের উপর জোর দেওয়া হবে।"

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

Rishi Sunak

King Charles


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর