img

Follow us on

Monday, Dec 23, 2024

Imran Khan: দেশের গোপন নথি ফাঁস! ফাঁসি হতে পারে ইমরানের? শুনানি শুরু চলতি সপ্তাহেই

ইমরানের আইনজীবী নিজেই বলছেন, ফাঁসি হতে পারে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর

img

প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (সংগৃহীত ছবি)

  2023-10-24 13:34:37

মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে ফাঁসি হয়েছিল জুলফিকার আলির ভুট্টোর। এবার কি তবে পালা ইমরান খানের (Imran Khan)? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে পাকিস্তানের বিভিন্ন মহলে। প্রসঙ্গত, গোপন রাষ্ট্রীয় তথ্য ফাঁসের মামলায় অভিযুক্ত প্রাক্তন ক্রিকেটার তথা পাকিস্তান তেহরক-ই-ইনসাফ পার্টির প্রধান ইমরান খান। এই মামলায় দোষী সাব্যস্ত হলে তাঁর মৃত্যুদণ্ডের সাজা হতে পারে বলে সে দেশে সরকারি মহল থেকে ইঙ্গিত মিলেছে। প্রসঙ্গত, গোপন রাষ্ট্রীয় তথ্য ফাঁসের মামলার শুনানি চলতি সপ্তাহে শুরু হবে বলে জানা গিয়েছে। এই মামলায় যদি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী (Imran Khan) দোষী প্রমাণিত হন তাহলে পাক আইন অনুযায়ী ফাঁসির সাজা হতে পারে বলে ইমরান খানের (Imran Khan) আইনজীবী নিজেই জানিয়েছেন।

২০২২ সালের প্রথমদিকে নথি পাচারের অভিযোগ

পাকিস্তানের 'অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট' এর এই মামলায় অভিযুক্ত হওয়ায় ২০২৪ সালের জানুয়ারি মাসের সাধারণ নির্বাচনে অংশও নিতে পারবেন না ইমরান খান। চলতি বছরের অগাস্ট মাসেই ইমরান খানের তিন বছরের জেলের সাজার ওপর স্থগিতাদেশ দেয় ইসলামাবাদ হাইকোর্ট। তোশাখানার উপহার সামগ্রী মামলায় অভিযুক্ত ছিলেন ইমরান। ইসলামাবাদ হাইকোর্ট এই মামলায় তাঁকে জামিনও দেয়। কিন্তু গোপন তথ্য ফাঁসে অভিযুক্ত হওয়ায় জেল থেকে মুক্তি পাননি ইমরান। ইমরানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ২০২২ সালের প্রথমদিকে আমেরিকায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত একটি গোপন নথি পাঠিয়েছিলেন, সে সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) এবং তাঁর তিন সহযোগী মিলে সেই তথ্য ফাঁস করেছিলেন।

কী বলছে পাকিস্তানের রাজনৈতিক মহল

পাকিস্তানের রাজনৈতিক মহলের একাংশের মতে, জুলফিকার আলি ভুট্টকে ১৯৭৯ সালে ফাঁসির নির্দেশ দিয়েছিলেন জেনারেল জিয়াউল হক। সে বছরই সেনা অভ্যুত্থানের মাধ্যমে পাকিস্তানের ক্ষমতা দখল করেন জিয়াউল হক। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভুট্টোকে একটি খুনের মামলায় ফাঁসির নির্দেশ দিয়েছিলেন তিনি। তবে ইমরানের অভিযোগ তার থেকেও ভয়ঙ্কর এবং গুরুতর। এখন দেখার বিষয়, ইমরান খানের ক্ষেত্রে কী সিদ্ধান্ত নেয় পাকিস্তানের আদালত।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

Tags:

imran khan

Madhyom

pakistan

bangla news

Bengali news


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর