img

Follow us on

Sunday, Jan 19, 2025

PM Modi: এবার মোদির সাক্ষাৎকার নেবেন বিখ্যাত মার্কিন পডকাস্টার লেক্স ফ্রিডম্যান

Lex Friedman: আগামী ফেব্রুয়ারির শেষের দিকে মোদির সাক্ষাৎকার নেবেন পডকাস্টার লেক্স ফ্রিডম্যান

img

প্রধানমন্ত্রী মোদি (ফাইল ছবি)

  2025-01-19 15:58:41

মাধ্যম নিউজ ডেস্ক: বিখ্যাত আমেরিকান পডকাস্টার লেক্স ফ্রিডম্যান ফেব্রুয়ারির শেষের দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) সাক্ষাৎকার নিতে চলেছেন। রবিবারই এই খবর সামনে এসেছে। রবিবার লেক্স ফ্রিডম্যান (Lex Friedman) নিজেই একথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, প্রথমবারের জন্য ভারতে আসবেন তিনি। এখানকার সমৃদ্ধশালী সংস্কৃতি ও মানুষজনের সঙ্গে মেলামেশার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

ইলন মাস্ক, জুকেরবার্গরা হাজির হয়েছেন লেক্স ফ্রিডম্যানের শোয়ে 

প্রসঙ্গত, লেক্স ফ্রিডম্যান পেশাগত দিক থেকে হলেন একজন কম্পিউটার বিজ্ঞানী। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে তিনি গবেষণা করছেন। বিজ্ঞান, প্রযুক্তি, বিনোদন, খেলাধুলা এবং রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিয়ে প্রায়ই তিনি শো করেন। তাঁর এই ব্রডকাস্টের মাধ্যমেই বিশ্বব্যাপী মানুষের কাছে পৌঁছে যায় প্রভাবশালীদের কথা। লেক্স ফ্রিডম্যান পডকাস্টার হিসেবে এতটাই জনপ্রিয় যে তাঁর শোয়ে এখনও পর্যন্ত অংশগ্রহণ করেছেন ইলন মাস্ক, ডোনাল্ড ট্রাম্প, মার্ক জুগেরবার্গ, জেলেনেস্কির মতো ব্যক্তিত্বরা। এবার লেক্স ফ্রিডম্যানের পডকাস্টে হাজির হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)।

কী নিয়ে হবে আলোচনা (PM Modi)

কিন্তু কী নিয়ে চলবে কথোপথন? সেবিষয়েও মিলেছে আভাস। জানা যাচ্ছে, মোদি (PM Modi) জমানায় ভারতের ব্যাপক প্রযুক্তিগত অগ্রগতি, বিশ্ব রাজনীতিতে ভারতের উত্থান, সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেও নরেন্দ্র মোদি কীভাবে বিশ্বনেতা হয়ে উঠলেন! এগুলিই উঠে আসবে পডকাস্টে।

আরও পড়ুন: দলিত পরিবারকে ইসলামে ধর্মান্তরিত করার চেষ্টা! ৫ জন গ্রেফতার

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

PM Modi

bangla news

Bengali news

Lex Friedman

American podcaster


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর