img

Follow us on

Monday, Dec 23, 2024

PM Modi: দুবাইতে মোদি, সেলফি তোলার হুড়োহুড়ি প্রবাসী ভারতীয়দের, উঠল ‘ভারত মাতা কি জয়’ ধ্বনি

বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে দুবাইতে মোদি....

img

দুবাইয়ে মোদি (সংগৃহীত ছবি)

  2023-12-01 11:15:49

মাধ্যম নিউজ ডেস্ক: আজ দুবাইতে বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সম্মেলনের পোশাকি নাম 'কপ-২৮'। বৃহস্পতিবার রাতেই দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী (PM Modi)। বিমানবন্দরে অবতরণের পরেই দুবাইতে থাকা প্রবাসী ভারতীয়রা উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রীকে (PM Modi)। মোদিকে কাছে পেয়ে দুবাই প্রবাসী ভারতীয়দের ব্যাপক উন্মাদনাও দেখা গেল। 'সারে জাহান সে আচ্ছা' ও 'বন্দেমাতরম' গাইলেন সেদেশের প্রবাসী ভারতীয়রা। উঠল ‘ভারত মাতা কি জয়’ ধ্বনিও।

মোদিকে কাছে পেয়ে সেলফি তোলার হুড়োহুড়ি

১৪০ কোটির দেশের প্রধানমন্ত্রীকে (PM Modi) কাছে পেয়ে সেলফি তোলার হুড়োহুড়িও পড়ে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য যে হোটেলে থাকার বন্দোবস্ত করেছে আরব আমিরশাহির সরকার, তার সামনেও পৌঁছে যান প্রবাসী ভারতীয়রা। এদিন বিমানবন্দরে এবং হোটেলের বাইরে তাঁর প্রত্যেক শুভাকাঙ্ক্ষীর সঙ্গেই শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। প্রবাসী ভারতীয়দের সঙ্গে প্রধানমন্ত্রী (PM Modi) হাত মেলান এবং মোবাইলে সেলফিও তোলেন। এরপরেই তিনি হোটেলে চলে যান।

দুবাই পৌঁছানোর পর মোদির ট্যুইট

শুক্রবার 'জলবায়ু পরিবর্তন' বিষয়ক এই আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী (PM Modi)। এর পাশাপাশি আরও তিনটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। জানা গিয়েছে 'জলবায়ু পরিবর্তন' বিষয়ক এই সম্মেলনে ভারত ছাড়া আরও ২০০টি দেশের প্রতিনিধিরা বৈঠকে যোগ দেবেন। দুবাইতে পৌঁছানোর পরে নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক ট্যুইটার) প্রধানমন্ত্রী লেখেন, ‘‘কপ-২৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুবাই এসেছি। সুন্দর পৃথিবী গড়ার লক্ষ্যে হওয়া বৈঠকের জন্য অপেক্ষা করছি।’’

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

PM Modi

bangla news

Bengali news

Dubai

Cop28 Conference


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর