img

Follow us on

Sunday, Dec 22, 2024

PM Modi and Hasina Meeting: ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা অত্যন্ত ফলপ্রসূ বললেন মোদি

ভারতের সঙ্গে বাংলাদেশের গত ৯ বছরের সম্পর্ক নিয়ে মোদি কী বললেন?

img

বাঁ দিকে শেখ হাসিনা এবং ডান দিকে নরেন্দ্র মোদি। সংগৃহীত চিত্র।

  2023-09-09 12:46:34

মাধ্যম নিউজ ডেস্ক: আজ নতুন দিল্লিতে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক আলোচনা (PM Modi and Hasina Meeting) অত্যন্ত ফলপ্রসূ বলে উল্লেখ করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত ৯ বছরে ভারত-বাংলাদেশের সম্পর্কের অগ্রগতি অত্যন্ত ইতিবাচক। যোগাযোগ এবং বাণিজ্য প্রসারে উভয় দেশ, অত্যন্ত গঠন মূলক প্রয়াস রাখতে পেরে আনন্দিত বলে মন্তব্য করেন মোদি।

মোদি এবং হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক (PM Modi and Hasina Meeting)

শনিবার থেকে দেশের রাজধানী দিল্লিতে জি ২০ সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। জি ২০ গোষ্ঠী ভুক্ত দেশের রাষ্ট্র প্রধান এবং প্রতিনিধি মণ্ডলের সদস্যরা যোগদান করবেন। দিল্লির প্রগতি ময়দান এবং ভারত মণ্ডপমে সাজোসজো রব। এই সম্মলেনের ঠিক একদিন আগেই ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং শেখ হাসিনা দ্বিপাক্ষিক আলোচনায় (PM Modi and Hasina Meeting) বসেছেন। বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। অপর দিকে বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন। এই বৈঠক অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে।

বৈঠকের বিষয়

যদিও এই বৈঠকের বিষয় নিয়ে ভারত এবং বাংলাদেশের বিদেশ মন্ত্রক এখনও কিছুই স্পষ্ট করে জানায় নি, তবে বৈঠকের ছবি বিনিময়ে বেশ উৎফুল্লতা দেখা গেছে উভয় দেশের নেতাদের মুখে। সূত্রের খবর, উভয় দেশের মধ্যে ব্যবসা, বাণিজ্য এবং যোগাযোগ বিষয়ের উপর আলোচনা (PM Modi and Hasina Meeting) হওয়ার সম্ভাবনা ছিল। অবশ্য এই বৈঠকের আগে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন গত বৃহস্পতি বার, বাংলাদেশের সাংবাদিকদের বলেছিলেন, দুই দেশের মধ্যে আঞ্চলিক স্থিতিশীলতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে। উভয় দেশের মধ্যে তিনটি মউ স্বাক্ষর হওয়ার কথাও উল্লেখ করেন। দুই দেশের কৃষি ব্যবস্থা এবং গবেষণা, সাংস্কৃতিক আদান প্রদান এবং উভয় দেশের টাকা এবং রুপি লেনদেনকে সুগম করার মউ স্বাক্ষর হওয়ার বিষয় আলোচানায় থাকার কথা জানিয়ে ছিলেন।

মোদি কি বললেন ট্যুইটারে?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইটারে বলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা (PM Modi and Hasina Meeting) হয়েছে। গত ৯ বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই আনন্দদায়ক। তিনি আরও বলেন, দুই দেশের যোগাযোগ, বাণিজ্য সংযোগের মতন আরও অনেক বিষয় আলোচনার মধ্যে এসেছে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

Narendra Modi

Sheikh Hasina

bangla news

Bengali news

PM Modi and Hasina Meeting


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর