CARICOM: ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সাত ‘প্রধান স্তম্ভে’র প্রস্তাব মোদির, জানেন সেটা কি?...
ভারত-ক্যারিবিয়ান কমিউনিটি শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংগৃহীত ছবি।
মাধ্যম নিউজ ডেস্ক: ভারত ও ক্যারিবিয়ান কমিউনিটির (CARICOM) মধ্যে সম্পর্ক আরও মজবুত করতে ‘সেভেন কী পিলার’ বা সাত ‘প্রধান স্তম্ভে’র প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তিনি বলেন, “নয়াদিল্লি এই সম্পর্ককে নয়া উচ্চতায় নিয়ে যেতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।”
বুধবার প্রধানমন্ত্রী যোগ দিয়েছিলেন দ্বিতীয় ভারত-ক্যারিবিয়ান কমিউনিটি (CARICOM) শীর্ষ সম্মেলনে। সেখানে উপস্থিত ছিলেন ক্যারিবিয়ান পার্টনার দেশগুলির নেতারা। সেখানেই সেভেন ‘কী পিলারে’র প্রস্তাব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। প্রসঙ্গত, এদিনই প্রধানমন্ত্রী পৌঁছান গায়ানায়। গত ৫০ বছরেরও বেশি সময় ধরে এই প্রথম কোনও ভারতীয় রাষ্ট্রপ্রধান গায়ানা সফরে গেলেন। এক্স হ্যান্ডেলে ভারতের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়, ‘‘এদিন মোদি গ্রেনাডার প্রধানমন্ত্রী ডিকন মিচেলের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় ভারত-ক্যারিকম সম্মেলনের সভাপতিত্ব করেন।’’
সম্মেলনে নেতারা অর্থনৈতিক সহযোগিতা, কৃষি ও খাদ্য সুরক্ষা, স্বাস্থ্য ও ওষুধ শিল্প এবং বিজ্ঞান ও উদ্ভাবনের মতো ক্ষেত্রে সম্পর্ক জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন। এই সম্মেলনেই ভারতের প্রধানমন্ত্রী (PM Modi) ভারত ও ক্যারিকমের (CARICOM) মধ্যে সম্পর্ক আরও মজবুত করতে সাত প্রধান স্তম্ভের প্রস্তাব দেন। এগুলি হল, সি-ক্যাপাসিটি বিল্ডিং (সশক্তিকরণ), এ-এগ্রিকালচার অ্যান্ড ফুড সিকিউরিটি (কৃষি ও খাদ্য সুরক্ষা), আর-রিনিউয়েবল এনার্জি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ (পুনর্নবীকরণযোগ্য জ্বালানি ও জলবায়ু পরিবর্তন), আই-ইনোভেশন, টেকনোলজি অ্যান্ড ট্রেড (উদ্ভাবন, প্রযুক্তি ও বাণিজ্য), সি-ক্রিকেট অ্যান্ড কালচার (ক্রিকেট ও সংস্কৃতি), ও-ওশেন ইকোনমি (সমুদ্র অর্থনীতি), এম-মেডিসিন অ্যান্ড হেল্থ কেয়ার (ওষুধ ও চিকিৎসা)। ভারত ও ক্যারিকম দেশগুলির সম্পর্ক প্রসঙ্গে মোদি (PM Modi) বলেন, “আমাদের সম্পর্ক আমাদের অভিন্ন অতীত অভিজ্ঞতা, বর্তমানের অভিন্ন প্রয়োজন এবং ভবিষ্যতের অভিন্ন আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ভারত এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।”
আরও পড়ুন: মহারাষ্ট্রের কুর্সিতে ফিরছে বিজেপির নেতৃত্বাধীন মহাযূতি জোট, বলছে সমীক্ষা
মোদি (PM Modi) বলেন, “পাঁচটি টি – ট্রেড (বাণিজ্য), টেকনোলজি (প্রযুক্তি), ট্যুরিজম (পর্যটন), ট্যালেন্ট (দক্ষতা) এবং ট্র্যাডিশন (ঐতিহ্য) প্রচারের জন্য একটি অনলাইন পোর্টাল তৈরি করা যেতে পারে, যা বেসরকারি খাত এবং সব দেশের স্টেকহোল্ডারদের সংযুক্ত করবে।” তিনি বলেন, “ভারত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ খাতে এগিয়ে যাচ্ছে। গত বছর ভারত-ক্যারিকম (CARICOM) বৈঠকের সময়, আমরা এসএমই খাতের জন্য ১০ লক্ষ মার্কিন ডলারের অনুদান ঘোষণা করেছিলাম। এখন আমাদের এর বাস্তবায়নের দিকে মনোযোগ দেওয়া উচিত।” এদিকে, গায়ানা সফরে প্রধানমন্ত্রী (PM Modi) ভারত ও গায়ানার মধ্যে ১০টি মউ স্বাক্ষর করেছেন। এর মধ্যে রয়েছে কৃষি, ওষুধ শিল্প এবং ক্যারিবীয় দেশটিতে ইউপিআই প্রয়োগের মতো ক্ষেত্রও।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।