ভারত-পাকিস্তানের খেলা নিয়ে ব্রিটেনে সাম্প্রদায়িক হিংসা...
ব্রিটেনে হিন্দু মন্দির ভাঙচুর
মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশের (Bangladesh) পর এবার লক্ষ্য ব্রিটেন (UK)। আগেরবার দুর্গাপুজোর সময় গোটা বাংলাদেশ জুড়ে শুরু হয়েছিল হিন্দু মন্দির ভাঙচুর ও হিন্দু ধর্মের অবমাননা। এবারে এরকমই ঘটনা দেখা গেল ব্রিটেনেও। কিন্তু এবারে এশিয়া কাপে (Asia Cup 2022) ভারত – পাকিস্তানের খেলা ঘিরেই এই সাম্প্রদায়িক হিংসার সৃষ্টি হয়েছে বলে জানা যায়। আর এই খেলাকে ঘিরেই শনিবার ইংল্যান্ডের লেস্টারে এক হিন্দু মন্দিরে ভাঙচুর চালাল ইসলাম ধর্মবালম্বী কয়েকজন দুষ্কৃতী। শুধু তাই নয়, হিন্দুদের বাড়িতেও আক্রমণ করে দুষ্কৃতিরা। সূত্রের খবর, শিশু সহ হিন্দুদের বন্দিও করা হয়। এছাড়াও একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, হিন্দু ধর্মের গেরুয়া পতাকাকে কিছু দুষ্কৃতীরা আগুনে পুড়িয়ে দিচ্ছে। শনিবারের এই ঘটনায় এলাকায় সংখ্যালঘু হিন্দুদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।
Hindu Mandir Vandalised in Leicester by Muslim community fanatics. They have burt the religious flags and have been trying to keep Hindus hostage inside incluing little children. Cars and other Hindu owned properties have been toppled and vandalised too. pic.twitter.com/3OyC10ndeQ
— Rashmi Samant (@RashmiDVS) September 18, 2022
পুলিশ সূত্রে জানা যায়, ২৮ অগাস্ট এশিয়া কাপ (Asia Cup 2022) ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের পর থেকেই হিন্দুদের উপর হামলার ঘটনা প্রত্যক্ষ করা গিয়েছে। ফলে শনিবার থেকে সশস্ত্র ইসলামপন্থীরা হিন্দুদের এবং তাঁদের বাসস্থানগুলিতে হামলা চালায়। সূত্রের খবর অনুযায়ী, শিশু-সহ হিন্দুদের উপর আক্রমণ করার পাশাপাশি হিন্দুদের বাড়ি, গাড়ি এবং হিন্দুদের মালিকানাধীন সম্পত্তিও ভাঙচুর করা হয়।
আরও পড়ুন: পাকিস্তানে ত্রাণ সামগ্রী দেওয়ার নামে হিন্দু মেয়েকে ধর্ষণ, অভিযুক্ত দুই মুসলিম যুবক
এই হামলার প্রতিবাদে হিন্দু সম্প্রদায়ের মানুষজন একত্রিত হয়ে দুষ্কৃতীদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এরপরেই ব্রিটেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ব্রিটেন পুলিশের সর্বশেষ আপডেট অনুযায়ী, পুলিশ এই ঘটনার এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে।
পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী। রাস্তায় মানুষকে দাঁড় করিয়েও চলছে তল্লাশি। এই ঘটনার পর থেকেই হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে। লেস্টার পুলিশ এক বিবৃতিতে বলেছে, “হিংসা ও ক্ষয়ক্ষতির বেশ কিছু ঘটনা পুলিশকে জানানো হয়েছে এবং তদন্ত চলছে। এই ঘটনার আরও তদন্ত করা হবে।“
গত ২৮ অগাস্ট দুবাইতে ভারত ও পাকিস্তানের ম্যাচের (IND vs PAK) পরিপ্রেক্ষিতে স্থানীয় হিন্দু ও মুসলিম গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। সেই তখন থেকেই দুই গোষ্ঠীর মধ্যে সংঘাতের আগুন লেগেই ছিল। শনিবার ও রবিবার এই সংঘর্ষ বিশাল আকার ধারণ করে। পুলিশ সূত্রে জানা যায়, হিন্দু ও তাঁদের বাড়িতে হামলা চালিয়েছে বিশেষত পাকিস্তানি মুসলিমরাই। হামলার বেশ কিছু ভিডিও ভাইরাল হতে শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা সামনে আসতেই নেটিজেনরা এর তীব্র নিন্দা করেছেন।
Shameful scenes of religious hatred against Hindus in Leicester by targeting their temple 👇 pic.twitter.com/4e0nWhYif8
— Wasiq Wasiq (@WasiqUK) September 18, 2022