img

Follow us on

Saturday, Jul 06, 2024

Sri Lanka: ‘দেশ বাঁচাতে আমাদের একমাত্র পথ হল...’, কী বললেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট?

চিনা ঋণের ফাঁদে পড়ে সর্বস্বান্ত হয়েছে শ্রীলঙ্কা...

img

ফাইল ছবি।

  2023-01-15 12:26:13

মাধ্যম নিউজ ডেস্ক: শ্রীলঙ্কার (Sri Lanka) বৈদেশিক মুদ্রার ভাঁড়ারে টান। মন্ত্রিসভার মুখপাত্র এবং পরিবহণ মন্ত্রী বন্দুলা গুণবর্ধনে বলেছেন যে প্রেসিডেন্ট (President) বিক্রমসিংহে মন্ত্রিসভাকে জানিয়েছেন রাজকোষের তহবিল উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। পরিস্থিতি সামাল দিতে দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে সব মন্ত্রককে নির্দেশ দিয়েছেন তাদের জন্য বরাদ্দ করা আনুমানিক ব্যয় পাঁচ শতাংশ কমাতে। চিনা ঋণের ফাঁদে পড়ে সর্বস্বান্ত হয়েছে শ্রীলঙ্কা। তার জেরে দেশটিতে তীব্র হয়েছে অর্থনৈতিক সংকট।

অর্থনীতির হাঁড়ির হাল...

১৯৪৮ সালের গ্রেট ব্রিটেনের হাত থেকে স্বাধীনতা পাওয়ার পর থেকে এই প্রথম শ্রীলঙ্কার অর্থনীতির এমন হাঁড়ির হাল হয়েছে। বৈদেশিক মুদ্রা সংকটের কারণে গত বছরের এপ্রিলে নিজেকে আন্তর্জাতিক ঋণ খেলাপি ঘোষণা করেছিল শ্রীলঙ্কা। জনরোষের চাপে পড়ে বদল হয় সরকার। প্রেসিডেন্ট হন বিক্রমসিংহে। তার পরেও দেশের অর্থনীতির স্বাস্থ্যের খুব একটা উন্নতি হয়নি। এমতাবস্থায় দেশকে বাঁচাতে সহায় হতে পারে একমাত্র আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার। সেকথা স্বীকারও করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। শুক্রবার দুপুরে প্রেসিডেন্টের অফিসে ট্রেড ইউনিয়ন নেতৃত্বের সঙ্গে বৈঠকে তিনি বলেন, আমরা সবাই জানি দেশের অর্থনীতির হাল তলানিতে। আমি জানি দেশবাসী কী চরম অর্থকষ্টে ভুগছেন।

আরও পড়ুুন: ইউক্রেনে ফের ক্ষেপণাস্ত্র হামলা রুশ বাহিনীর! মৃত অন্তত ১৪

প্রেসিডেন্ট বলেন, আমরা প্রত্যক্ষ করেছি কীভাবে হাজার হাজার মানুষ চাকরি হারিয়েছেন। জীবনযাত্রার মান এক লপ্তে গিয়েছে অনেকখানি বেড়ে। মূদ্রাস্ফীতির কারণেই এটা হয়েছে। তিনি বলেন, সেই কারণেই বদলে যাচ্ছে দেশবাসীর জীবনযাত্রার ধরন। শ্রীলঙ্কার (Sri Lanka) প্রেসিডেন্ট বলেন, নানা কারণে দেশের অর্থনীতির হাঁড়ির হাল হয়েছে। যা ঘটে গিয়েছে, তা নিয়ে এখন আর আলোচনা করার কোনও প্রয়োজন নেই। এর পরেই প্রেসিডেন্ট বলেন, আমাদের সামনে এখন একমাত্র অপশন খোলা রয়েছে, সেটি হল আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের সাহায্য। অন্যথায় আমরা দেশের অর্থনীতির হাল ফেরাতে পারব না। তিনি বলেন, নানা কারণে আমাদের এখন প্রচুর ঋণ হয়ে গিয়েছে। আমরা জাপানের সঙ্গে আলোচনা করছি। ঋণদাতা দেশগুলির মধ্যে জাপানও রয়েছে। প্রেসিডেন্ট বলেন, জাপান ছাড়াও চিন এবং ভারত থেকেও আমরা ঋণ নিয়েছি।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Tags:

Sri Lanka

India

China

Bengali news

Japan


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর