img

Follow us on

Saturday, Jan 18, 2025

Guinea: প্রেসিডেন্টের সম্মানে ফুটবল ম্যাচ ঘিরে গিনিতে ভয়াবহ সংঘর্ষ, মৃত্যু শতাধিক মানুষের

Football: গিনির প্রেসিডেন্ট মামাদি দোম্বুয়ার সম্মানে ছিল ফুটবল ম্যাচ, রেফারির বিতর্কিত সিদ্ধান্তকে ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে

img

গিনিতে ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষ (সংগৃহীত ছবি)

  2024-12-02 15:48:52

মাধ্যম নিউজ ডেস্ক: গিনিতে (Guinea) এক ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষ, আর তাতেই মৃত্যু হল শতাধিক জনের। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে। প্রসঙ্গত, ঘটনাটি ঘটেছে রবিবারই। গিনির দ্বিতীয় বৃহত্তম শহর নজেরেকরে ঘটে এই ঘটনা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, পুরো ঘটনার সূত্রপাত হয় রেফারির এক বিতর্কিত সিদ্ধান্তে।

গিনির (Guinea) সামরিক নেতা তথা প্রেসিডেন্ট মামাদি দোম্বুয়ার সম্মানে ছিল ম্যাচ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গিনির (Guinea) সামরিক নেতা তথা প্রেসিডেন্ট মামাদি দোম্বুয়ার সম্মানে একটি ফুটবল (Football) টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। সেই ম্যাচ দেখার জন্যই স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন ফুটবল ভক্তরা। ম্যাচ চলাকালীন রেফারির এক সিদ্ধান্ত ঘিরে অশান্তির সূত্রপাত হয়। দুই দলের সমর্থকদের মধ্যে শুরু হয় হাতাহাতি। এরপর একটা সময় ভয়াবহ রূপ নেয় সেই অশান্তি। মাঠের দখল নিয়ে নেন দুই দলের সমর্থকরা।

স্থানীয় থানাতেও ধরানো হয় আগুন

পরিস্থিতি একেবারে হাতের বাইরে বেরিয়ে যায়। জানা গিয়েছে, শুধু ঝামেলা মাঠেই সীমাবদ্ধ ছিল না। একটা সময়ে সেই উন্মত্ত সমর্থকরা স্থানীয় থানাতেও আগুন ধরিয়ে দেন। ঘটনার (Football) পর থেকেই একের পর এক দেহ উদ্ধার হতে থাকে স্টেডিয়াম চত্বর থেকে।

কী বলছেন হাসপাতালের ডাক্তার 

সেদেশের এক ডাক্তার আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘যতদূর চোখ যাচ্ছে হাসপাতালে শুধুই মৃতদেহ। এখন এমন পর্যায় যে দেহ মেঝেতে ফেলে রাখতে হচ্ছে। মর্গে কোনও জায়গা নেই। প্রায় ১০০ জনের মৃত্যু হয়েছে।’’ যদিও এখনও সে দেশের সরকারের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি মৃতের সংখ্যা নিয়ে। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন গিনির (Guinea) প্রধানমন্ত্রী।

এমন খুনোখুনির নজির নেই

ফুটবল মাঠে সংঘর্ষের ঘটনা বিশ্বের মানচিত্রে নতুন নয়। সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে এরকম সংঘর্ষ ঘটেই থাকে। কলকাতা ফুটবলেও ইস্টবেঙ্গল-মোহনবাগানের ডার্বিকেও ঘিরেও একাধিকবার উত্তেজনা ছড়িয়েছে স্টেডিয়ামে। কিন্তু ফুটবল ম্যাচকে কেন্দ্র করে এরকম খুনোখুনির নজির একেবারেই নেই।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

football in Guinea

Guinea


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর