img

Follow us on

Sunday, Jan 19, 2025

Pakistan Crisis: ইন্টারনেট পরিষেবা বন্ধের হুঁশিয়ারি! বিদ্যুৎ সংকট পাকিস্তানে

দেশব্যাপী ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাটের কারণে মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ করার বিষয়ে সতর্ক করে দিয়েছেন পাকিস্তানের টেলিকম অপারেটররা।

img

প্রতীকী ছবি

  2022-07-04 16:56:29

মাধ্যম নিউজ ডেস্ক: চরম বিদ্যুৎ সংকটের সম্মুখীন হয়েছে পাকিস্তান (Pakistan)। দেশে বিদ্যুৎ বিভ্রাটের মধ্যে মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ করার বিষয়ে সতর্ক করেছে পাকিস্তান ন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি বোর্ড। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও জানিয়েছেন, আগামী জুলাই মাসে আরও বাড়তি লোডশেডিংয়ের সম্মুখীন হতে পারেন দেশবাসী। শক্তি সংরক্ষণ বাড়াতে পাক সরকার সরকারি কর্মচারিদের কাজের সময়ও কমিয়েছে। বিভিন্ন শহরে শপিং মল, কারখানাগুলিকে নির্ধারিত সময়ের আগে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিদ্যুৎ সংকটের মধ্যেই পাকিস্তানের টেলিকম অপারেটররা (telecommunication operators) ইন্টারনেট (Internet) পরিষেবা বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন। ন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি বোর্ড (NIBT) ট্যুইট করে জানিয়েছে, ‘দেশব্যাপী ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাটের কারণে মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ করার বিষয়ে সতর্ক করে দিয়েছেন পাকিস্তানের টেলিকম অপারেটররা। কারণ বিদ্যুতের এই বিভ্রাট তাদের কার্যক্রম পরিচালনায় নানা সমস্যা ও বাধার সৃষ্টি করছে।’

আরও পড়ুন: আফগানিস্তানের বিষয়ে নাক গলানো বন্ধ করুন, হুঁশিয়ারি আখুন্দজাদার

প্রসঙ্গত, বিদেশি ঋণে জর্জরিত পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা শোচনীয়। বেহাল এই অর্থনৈতিক অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে পাক সরকার। কয়েক দফায় পেট্রোল, ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধি করা হয়েছে। এর পাশাপাশি পাকিস্তানি রুপির দরে একের পর এক পতন ঘটেছে। সম্প্রতি অতীতের সব রেকর্ড ভেঙে খোলাবাজারে পাকিস্তানি ২১২ রুপির বিনিময়ে মিলছে ১ মার্কিন ডলার। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) আগেই দাবি করেছিলেন, শ্রীলঙ্কার মতোই দেউলিয়ার পথে পাকিস্তান।

আরও পড়ুন: কাশ্মীরে জি-২০, পাকিস্তানের পরে এবার আপত্তি চিনেরও

পাকিস্তানের মাসিক জ্বালানি তেলের আমদানি জুলাই মাসে চার বছরের মধ্যে সবচেয়ে বেশি হতে পারে বলে অনুমান। প্রাকৃতিক গ্যাস সরবরাহের চুক্তিতে অন্যান্য দেশ সম্মত না হওয়ায় পাকিস্তানে বিদ্যুত সংকট চলছে। সরকার শক্তি সংরক্ষণ বাড়ানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী (Pakistan Prime Minister Shehbaz Sharif )শাহবাজ শরিফ ।

Tags:

pakistan

Pakistan Telecom Operators Warn Of Suspending Internet

Power Crisis in Pakistan

Pakistan Prime Minister Shehbaz Sharif


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর