img

Follow us on

Thursday, Dec 19, 2024

Paresh Barua: এবার ভারত-বিরোধী আলফা প্রধান পরেশ বড়ুয়ার ফাঁসির সাজা মকুব বাংলাদেশে

Bangladesh: খালেদা পুত্র তারেকের ওপর থেকে উঠল মামলা, বাংলাদেশে ফেরার জোরালো সম্ভাবনা...

img

পরেশ বড়ুয়া (সংগৃহীত ছবি)

  2024-12-19 09:23:23

মাধ্যম নিউজ ডেস্ক: ভারত বিরোধী পদক্ষেপ আবারও করল বাংলাদেশ। বিচ্ছিন্নতাবাদী তথা ভারতবিরোধী সংগঠন হল আলফা, তারই প্রধান পরেশ বড়ুয়ার (Paresh Barua) মৃত্যুদণ্ড মকুব হল বাংলাদেশের আদালতে। চট্টগ্রাম অস্ত্র পাচার মামলায় আলফা প্রধানের (Paresh Barua) সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে বাংলাদেশের হাইকোর্ট। চট্টগ্রাম অস্ত্র পাচার মামলায় আসামীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এই রায় দিয়েছে বিচারপতি মোস্তাফা জামান ইসলাম ও নাসরিন আক্তারের বেঞ্চ।

২০ বছরের পুরনো মামলা 

প্রসঙ্গত, এই মামলাটি ২০ বছরের পুরনো, ২০০৪ সালে বিএনপি-জামাত জোট সরকারের আমলেই মাঝরাতে সেদেশের চট্টগ্রামের কর্ণফুলী নদীর ধারের জেটিঘাট থেকে অস্ত্র বোঝাই ১০টি ট্রাক উদ্ধার করে বাংলাদেশ পুলিশ। তদন্তে উঠে আসে অস্ত্রগুলি চিনের তৈরি। সেই অস্ত্রগুলি মূলত ভারতবিরোধী কার্যকলাপ চালানোর জন্য পাচার করা হচ্ছিল। এই ঘটনায় নাম জড়িয়েছিল ভারত-বিরোধী সংগঠনের আলফা প্রধান পরেশ বড়ুয়া, বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর-সহ মোট ৫০ জনের। ইতিমধ্যে সেই মামলার রায় দিতে গিয়েই সাজা কমল পরেশ বড়ুয়ার (Paresh Barua)। বেকসুর খালাস হলেন বাংলাদেশ সরকারের প্রাক্তন প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরও।

মামলা প্রত্যাহার খালেদা পুত্রর বিরুদ্ধে

অন্যদিকে, বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর থেকে আবারও ফৌজদারি মামলা প্রত্যাহার হল। আওয়ামি লিগের সমাবেশে হামলার অভিযোগের পরে এ বার সেদেশের জয়পুরহাটে রাষ্ট্রদ্রোহ সংক্রান্ত মামলায় তাঁকে খালাস করা হল। লন্ডন থেকে দেশে ফিরে তারেক এবার রাজনীতিতে যোগ দিতে পারেন বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল।

২০১৫ সালের ২৮ মে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের হয়

জানা যাচ্ছে, ২০১৪ সালে লন্ডনে একটি আলোচনা সভায় তারেক রহমান বিতর্কিত বক্তৃতা করেছিলেন। সেসময় আওয়ামি লিগের ছাত্র সংগঠন ছাত্রলিগের জয়পুরহাট জেলা শাখার তরফে তারেকের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়। ২০১৫ সালের ২৮ মে জয়পুরহাট সদর থানায় রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে মামলাটি নথিভুক্ত করা হয়েছিল। পরে তদন্ত করে পুলিশ এই মামলায় আদালতে তারেকের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিল। কিন্তু বুধবার বিচার পর্বে অভিযোগকারী ছাত্রলিগ নেতা আবু বক্কর সিদ্দিক রেজা আদালতে উপস্থিত হননি। এর ফলে বিচারক মামলাটি খারিজ করে দেন (Bangladesh)।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Bangladesh

bangladesh unrest

Paresh Barua

Paresh Barua Death Penalty


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর