পোষ্যদের জন্য বিশেষ ভাবে তৈরি এ পোশাকে ৮০ গ্রাম ওজনের ব্যাটারি চালিত একটি ফ্যান যুক্ত করে দেওয়া হয়েছে।
পোষ্যদের জন্যে ফ্যানযুক্ত পোশাক
মাধ্যম নিউজ ডেস্ক: তীব্র গরমের হাত থেকে প্রিয় পোষ্যকে (Pet) খানিকটা স্বস্তি দিতে অভিনব উদ্যোগ নিল জাপানের (Japan) পোশাক প্রস্তুতকারী সংস্থা। অবলা প্রাণীদের জন্যে ছোট ছোট ফ্যানযুক্ত পোশাক (Wearable Fans) তৈরি করল তারা।
পোশাক প্রস্তুতকারী সংস্থাগুলির অনুমান, পশুপ্রেমীরা নিজেদের প্রিয় পোষ্যকে তীব্র গরমের হাত থেকে বাঁচাতে এই বিশেষ পোশাকগুলি কিনতে ঝাঁপিয়ে পড়বেন।
আরও পড়ুন: মার্কিন ড্রোন হামলায় খতম আল-কায়দা প্রধান আয়মান আল-জাওয়াহিরি
পোষ্যদের জন্য বিশেষ ভাবে তৈরি এ পোশাকে ৮০ গ্রাম ওজনের ব্যাটারি চালিত একটি ফ্যান যুক্ত করে দেওয়া হয়েছে। তীব্র গরমে ওই ফ্যানের বাতাসই কুকুর বিড়ালকে শীতল রাখবে।
প্রসূতি মায়েদের পোশাক প্রস্তুতকারী সংস্থা 'সুইট মামি'-র প্রেসিডেন্ট রেই উজাওয়া জানিয়েছেন, গ্রীষ্মের তীব্র গরমে বাইরে হাঁটার সময় তাঁর পোষ্য চিহুয়াহুয়াকে ক্লান্ত অবস্থায় দেখে তিনি এ ধরনের পোশাক তৈরি করার কথা ভেবেছেন।
তিনি আরও বলেন, "এ বছর বর্ষাকাল বলতে গেলে প্রায় ছিলই না। তাই গ্রীষ্মের গরম আরও তাড়াতাড়ি এসেছে। তাই আমি মনে করি আমরা এমন একটি পণ্য তৈরি করেছি যা এখনকার জন্য একেবারেই সময়োপযোগী।"
আরও পড়ুন: 'বিশ্বের সবচেয়ে দামি' বাড়িতে থাকেন সৌদি যুবরাজ! এর দাম জানেন?
জুনের শেষের দিকে টোকিওতে বর্ষাকাল শেষ হওয়ার পর, রেকর্ড গরম অনুভূত হয়েছে। সেখানে টানা ন দিন তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিসয়াসের ওপরে।
মামি কুমামোটো নামে ৪৮ বছর বয়সী এক পশুপ্রেমি বলেছেন, "তীব্র গরমে আমার কুকুরের শরীর ঠান্ডা রাখতে আমি সাধারণত শুকনো আইস প্যাক ব্যবহার করি। আমি মনে করি, এ ধরণের পাখাযুক্ত পোশাক থাকলে, আমার কুকুরের হাঁটা- চলা আরও সহজ হবে।"
জুলাইয়ের শুরুতে ফ্যানযুক্ত এ বিশেষ পোশাক বাজারে আসার পর এখন পর্যন্ত জন্য প্রায় ১০০টি অর্ডার পাওয়া গেছে বলে জানিয়েছেন উজাওয়া। বাজারে পাঁচটি ভিন্ন সাইজে পাওয়া যাচ্ছে এই পোশাক। আর এর দাম ধার্য করা হয়েছে ৯,৯০০ ইয়েন বা ৭৫ মার্কিন ডলার।
Tags: