img

Follow us on

Saturday, Jan 18, 2025

Modi in France: ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত মোদি

প্রধানমন্ত্রীকে ‘গ্র্যান্ড ক্রস অব দ্য লিজিয়ন অব অনার’-এ ভূষিত করলেন ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল মাক্রঁ

img

ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত মোদি।

  2023-07-14 09:59:41

মাধ্যম নিউজ ডেস্ক: ফ্রান্স সফরের প্রথমদিনই তৈরি হল এক ঐতিহাসিক মুহূর্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Modi in France), সেই দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান, ‘গ্র্যান্ড ক্রস অব দ্য লিজিয়ন অব অনার’-এ ভূষিত করলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রঁ। প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে এই সম্মান পেলেন মোদি।  বৃহস্পতিবার প্যারিসে তাঁকে সেই সম্মান প্রদান করা হয়।

কারা পান এই সম্মান

ফরাসি ভাষায় এই সম্মানের পুরো নাম ‘গ্রঁ খ্রোয়া দ্য লা লেজিওঁ দ’নর’। বিভিন্ন ক্ষেত্রে সবথেকে যোগ্য নাগরিককে এই সম্মান প্রদান করা হয়। ২০০ বছর ধরে বিভিন্ন নামী ব্যক্তিত্বদের সেই পুরস্কার প্রদান করে থাকে ফ্রান্সের সরকার। ১৮০২ সালে  এই সম্মান প্রদান শুরু করেছিলেন ফ্রান্সের সম্রাট নেপোলিয়ঁ। এই সম্মান আবার পাঁচটি শ্রেণিতে বিভক্ত - নাইট, অফিসার, কমান্ডার, গ্র্যান্ড অফিসার এবং গ্র্যান্ড ক্রস। বৃহস্পতিবার মোদি (Modi in France) সেই গ্র্যান্ড ক্রসে ভূষিত হয়েছেন। যা সর্বোচ্চ পুরস্কার। লেজিওঁ দ’ন-র সম্মান সাধারণত ফ্রান্সের নাগরিকদের দেওয়া হয়। যে বিদেশিরা ফ্রান্সে কাজ করেছেন বা ফ্রান্সের মতাদর্শের সঙ্গে সামঞ্জস্য রেখেছেন, তাঁদেরও  এই সম্মান দেওয়া হয়। অতীতে এই সম্মানে ভূষিত হয়েছেন সত্যজিৎ রায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, শাহরুখ খানের মতো ভারতীয়রা। সারা বিশ্বের হাতে গোনা রাষ্ট্রনেতারা এই পুরস্কার পেয়েছেন। সম্মান প্রাপকদের মধ্যে আছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা, ইংল্যান্ডের রাজা চার্লস, প্রাক্তন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল, রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন মহাসচিব বুট্রোস-ঘালি প্রমুখ। 

আরও পড়ুন: ‘‘বাদ বিশ্বের বৃহত্তম গণতন্ত্র’’! নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদের পক্ষে সওয়াল মোদির

মোদিতে মুগ্ধ মাক্রঁ

ফ্রান্সের ‘ন্যাশনাল ডে’ উদযাপনের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছেন মোদি (Modi in France)। এলিজে প্যালেসে নরেন্দ্র মোদিকে এই সম্মান জানানোর ছবি ট্যুইট করেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। ক্যাপশনে তিনি মুহূর্তটিকে, ‘ভারত-ফ্রান্স অংশীদারিত্বের মেজাজের মূর্ত প্রতীক’ বলে উল্লেখ করেছেন। অরিন্দম বাগচি লিখেছেন, “এই উষ্ণ ব্যবহার ভারত-ফ্রান্স অংশীদারিত্বের মেজাজকে তুলে ধরেছে। রাষ্ট্রপতি ইমানুয়েল মাক্রঁ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফ্রান্সের সর্বোচ্চ পুরস্কার, গ্র্যান্ড ক্রস অব দ্য লিজিয়ন অব অনারে ভূষিত করেছেন।”

এই সম্মানের জন্য ‘বন্ধু’ মাক্রঁকে ভারতের জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারি বাসভবন এলিজে প্যালেসে, এক ছোট অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী মোদিকে এই সম্মান জানান প্রেসিডেন্ট মাক্রঁ। এলিসি প্যালেসে ভারতীয় প্রধানমন্ত্রীর সম্মানে একটি ব্যক্তিগত নৈশভোজেরও আয়োজন করেছিলেন ফরাসি প্রেসিডেন্ট। প্যালেসে তাঁকে স্বাগত জানানোর সময়, প্রেসিডেন্ট মাক্রঁর সঙ্গে ছিলেন ফরাসি ফার্স্ট লেডি ব্রিজিত মাক্রঁও।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

Narendra Modi

france

bangla news

Emanuel macron


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর