ফের একবার ভারতে আসছেন মিশরের রাষ্ট্রপতি...
‘অর্ডার অফ দ্য নাইল’ সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী।
মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) মুকুটে যোগ হল আরও একটি পালক। পিরামিডের দেশের (Egypt) সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন তিনি। রবিবার প্রধানমন্ত্রীর হাতে মিশরের সর্বোচ্চ সম্মান ‘অর্ডার অফ দ্য নাইল’ তুলে দিলেন রাষ্ট্রপতি আবদেল ফতেহ আল সিসি। প্রথম কোনও ভারতীয় হিসেবে এই সম্মান পেলেন মোদি। প্রসঙ্গত, গত ২৬ বছরে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী গিয়েছেন নীলনদের দেশে।
দু দিনের সফরে মিশরে গিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁকে স্বাগত জানাতে শনিবার কায়রো বিমানবন্দরে উপস্থিত ছিলেন সে দেশের প্রধানমন্ত্রী মোস্তাফা ম্যাডবাউলি। হোটেলে ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রবাসী ভারতীয়রা। ছিলেন মিশরীয়রাও। শাড়ি পরিহিতা এক মিশরীয় তরুণী মোদির উদ্দেশে গেয়ে ওঠেন, ‘ইয়ে দোস্তি, হাম নেহি তোড়েঙ্গে’। রবিবার ঐতিহাসিক আল হাকিম মসজিদ পরিদর্শনে যান প্রধানমন্ত্রী (PM Modi)। একাদশ শতাব্দীর ওই মসজিদ সংস্কার হয়েছে গুজরাটের দাউদি বোহরা সম্প্রদায়ের দানের টাকায়। ষোড়শ ফাতিমিদ খলিফা আল হাকিম বাই আমর আলহের নামাঙ্কিত ওই মসজিদ ইতিহাস খ্যাত। কায়রোয় দাউদি বোহরা সম্প্রদায়ের কাছে এই মসজিদ একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক স্থল। এদিন প্রায় আধ ঘণ্টা ধরে ঐতিহাসিক মসজিদটি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।
কায়রোর আল হাকিম মসজিদ ফাতিমিদ স্থাপত্যের একটি অন্যতম নিদর্শন। মসজিদটি ত্রিকোণাকৃতি। ১৩ হাজার ৫৬০ মিটার স্কোয়ার জায়গাজুড়ে রয়েছে সেটি। এর মধ্যে মসজিদের মাঝখানে ৫ হাজার স্কোয়ার মিটারজুড়ে রয়েছে বিশাল উঠোন। বাকি অংশে রয়েছে চারটি হলঘর। এরই একটি হল প্রর্থনা ঘর। মসজিদে ঢোকার তোরণ রয়েছে ১১টি। তবে সব চেয়ে গুরুত্বপূর্ণ তোরণটি হল মাঝেরটি। এই তোরণটি পাথরের তৈরি। টানা ৬ বছর ধরে সংস্কারের পর মসজিদটি খুলেছে চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি। মসজিদ দর্শন শেষে প্রধানমন্ত্রী চলে যান হেলিপলিস ওয়ার সিমেট্রিতে। প্রথম বিশ্বযুদ্ধে শহিদ হওয়া ৪ হাজার ভারতীয় সৈনিকের দেহ শায়িত রয়েছে এই সিমেট্রিতে। মিশরে ভারতের রাষ্ট্রদূত অজিত গুপ্তে বলেন, বোহরা সম্প্রদায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর খুবই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন থেকেই।
আরও পড়ুুন: ‘‘গণতান্ত্রিক মূল্যবোধের সম্পূর্ণ বিপরীত ছিল জরুরি অবস্থা’’, মত প্রধানমন্ত্রীর
এদিন মিশরের প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠক করেন মোদি। মিশরের প্রেসিডেন্টই আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রীকে (PM Modi)। চলতি বছর নয়াদিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশরের প্রেসিডেন্ট। সেই সময়ই মোদিকে মিশরে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। সেপ্টেম্বরে ফের একবার মিশরের রাষ্ট্রপতি আসবেন ভারতে। এবার ভারতের নেতৃত্বে হচ্ছে জি-২০ সম্মেলন। ওই সম্মেলনে মিশরের রাষ্ট্রপতি উপস্থিত থাকবেন আমন্ত্রিত অতিথি হিসেবে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।