img

Follow us on

Sunday, Jan 19, 2025

Pakistan Flood: বন্যায় ভাসছে দেশ, মোদির সমবেদনার পরেও পাক প্রধানমন্ত্রীর মুখে সেই কাশ্মীর!

দেশীয় রাজনীতির বাধ্যবাধ্যকতাও রয়েছে...

img

ছবি প্রতীকী

  2022-08-31 15:53:40

মাধ্যম নিউজ ডেস্ক: ভয়াল বন্যায় (Flood) বিপর্যস্ত পাকিস্তানের (Pakistan) একটা বিরাট অংশ। মৃতের সংখ্যা হাজার পার। এমতাবস্থায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। বন্যায় মৃতের পরিবারকে সমবেদনা জানিয়েছেন ভারতের (India) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এহেন আবহে ফের কাশ্মীর (Kashmir) ইস্যু খুঁচিয়ে তুললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif)।

দেশের দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের জেরে ভয়াল বন্যায় শাহবাজ শরিফের দেশ। পাকিস্তানের জলবায়ু পরিবর্তন মন্ত্রী শেরি রহমানের মতে এই দশকের ভয়ঙ্কর বন্যা এটি। ক্ষয়ক্ষতির পরিমাণ হাজার কোটি মার্কিন ডলারের বেশি। জানা গিয়েছে, বন্যায় মৃতের সংখ্যা ১ হাজার ১৩৬ জন। জখম হয়েছেন ১ হাজার ৬৩৪ জন। প্রচুর বাড়িঘর ধ্বংস হয়েছে। বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন বহু মানুষ। দেখা দিয়েছে খাদ্য, পানীয় জলের সংকট। প্রাণ হারিয়েছে সাত লক্ষেরও বেশি প্রাণী। সপ্তাহভর টানা বৃষ্টির জেরে ধুয়ে গিয়েছে জমির ফসল। এমতাবস্থায় ভারত থেকে আনাজ আমদানির কথা ভাবছে পাক প্রশাসন। এদিকে, মৃতের পরিবারকে সমবেদনা জানিয়ে ট্যুইট করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী। ট্যুইট বার্তায় তিনি আশা প্রকাশ করেছিলেন, পাকিস্তান দ্রুত স্বাভাবিক জীবনে ফিরবে। এর পরে পরেই পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতা ইসমাইল জানান, ভারত থেকে আনাজ এবং অন্যান্য খাদ্য সামগ্রী আমদানি করার কথা বিবেচনা করা হচ্ছে। তিনি এও জানিয়েছিলেন, বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির মোকাবিলায় এসব আমদানি করা হবে।

আরও পড়ুন : বন্যায় ভেসে গিয়েছে ফসল, ভারত থেকে আনাজ আমদানি করতে চলেছে পাকিস্তান?

এর পরেই ফের একবার কাশ্মীর ইস্যু খুঁচিয়ে তুললেন পাক প্রধানমন্ত্রী। কাশ্মীর থেকে রদ করা হয়েছে ৩৭০ ধারা। ফের একবার তার কড়া সমালোচনা করেন শাহবাজ। কূটনৈতিক মহলের মতে, এছাড়া শাহবাজের কাছে আর কোনও রাস্তা ছিল না। কারণ রাজনীতিতে তাঁর ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। দেশীয় রাজনীতির বাধ্যবাধ্যকতাও রয়েছে। সেই কারণেই ভয়াল বন্যার পরিস্থিতিতেও কাশ্মীর ইস্যু খুঁচিয়ে তুলেছেন শাহবাজ। এদিকে, ভারতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের তরফে কোনও বন্যাত্রাণ সহায়তা চাওয়া হয়নি। তবে ঘরোয়া রাজনীতিতে ছাপ ফেলতেই শাহবাজ কাশ্মীর ইস্যু খুঁচিয়ে তুলেছেন বলে ধারণা রাজনৈতিক মহলের।   

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

pakistan

India

Kashmir

PM Modi

Bengali news

Shehbaz Sharif

Flood

Pakistan Flood


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর