img

Follow us on

Thursday, Sep 19, 2024

Pravakaran: রাজীব গান্ধী হত্যায় যুক্ত প্রভাকরণ জীবিত! নয়া দাবি ঘিরে চাঞ্চল্য

দাবি, ২০০৯ সালে শ্রীলঙ্কার সেনাবাহিনীর সঙ্গে গুলি লড়াইয়ে মৃত্যু হয়নি প্রভাকরণের।

img

প্রভাকরণ।

  2023-02-13 17:48:18

মাধ্যম নিউজ ডেস্ক: 'তামিল টাইগার্স'-র (LTTE Chief) প্রাক্তন প্রধান ভেলুপিল্লাই প্রভাকরণ (Prabhakaran)জীবিত বলে খবর। তামিল ন্যাশনালিস্ট মুভমেন্টের নেতা পি নেদুমারান (P Nedumaran) সোমবার সাংবাদিকদের সামনে দাবি করেছেন, বহাল তবিয়তে রয়েছে  প্রভাকরণ। এমনকি পরিবারের সঙ্গে যোগাযোগও রয়েছে তার। উপযুক্ত সময় মতো সে প্রকাশ্যেও আসবে।

প্রভাকরণ জীবিত

প্রসঙ্গত, ২০০৯ সালে শ্রীলঙ্কার সেনাবাহিনীর সঙ্গে গুলি লড়াইয়ে মৃত্যু হয়েছিল প্রভাকরণের। উত্তর শ্রীলঙ্কার মুল্লিভায়াকালের জঙ্গল থেকে উদ্ধার হয় তাঁর দেহ। সেই সময় তাঁর দেহ প্রকাশ্যে আনে তৎকালীন শ্রীলঙ্কা সরকার। মৃতদেহটি সনাক্ত করেছিলেন তৎকালীন আরেক এলটিটিই নেতা করুণা আম্মান। প্রভাকরণের জীবিত থাকার দাবি এই প্রথম নয়। বেশ কয়েক বছর আগেও LTTE প্রধান জীবিত আছেন বলে দাবি করেছিলেন শ্রীলঙ্কার একজন তামিল জাতীয়তাবাদী নেতা। 

আরও পড়ুন: ‘পার্থ’-কে টাকা দিয়েও মেলেনি চাকরি! আত্মহত্যা যুবকের, সিবিআই-নির্দেশ হাইকোর্টের

রাজীব গান্ধী হত্যার সঙ্গে যুক্ত

শ্রীলঙ্কার বর্তমান অগ্নিগর্ভ পরিস্থিতি। এটিই প্রভাকরণের 'অন্তরাল' ভেঙে সামনে আসার আদর্শ সময়, জানিয়েছেন বর্ষীয়ান নেদুমারান। তবে কখন কী ভাবে সে প্রকাশ্যে আসবে, সেটা স্পষ্ট নয়। যদিও একটি বিষয় নিয়ে ধন্দ নেই বর্ষীয়ান নেতার। 'তামিল এলম' তৈরির ব্যাপারে বিশদ পরিকল্পনা তৈরি প্রভাকরণের। উল্লেখ্য, বেশ কয়েকজন তামিল জাতীয়তাবাদী নেতা আজও মনে করেন যে ২০০৯ সালে শ্রীলঙ্কা সেনার সঙ্গে সংঘর্ষে প্রভাকরণে মৃত্যুর খবর বিশ্বাসযোগ্য নয়। এলটিটিই প্রধান সংঘর্ষ চলাকালীন পালিয়ে বেঁচেছেন বলে মনে করেন তাঁরা। ১৯৫৪ সালে ২৬ নভেম্বর শ্রীলঙ্কার জাফনার উত্তরে অবস্থিত ভেলভেত্তিয়াথুরাই-তে জন্ম মৃত LTTE প্রধান ভেনুপিল্লাই প্রভাকরণের। তামিলদের প্রতি শ্রীলঙ্কার সংখ্যাগরিষ্ঠ সিংহলিদের বৈষম্য দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন। তামিলদের অধিকার রক্ষায় তৈরি করেছিলেন লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম (LTTE)।  ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যা ঘটনায় প্রভাকরণের এলটিটিই-র হাত ছিল বলে অভিযোগ উঠেছিল।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

Sri Lanka

pravakaran

the ltte chief

tamils president


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর