পুতিনের মন্তব্য নিয়ে সন্দেহ পোষণ করেছে আমেরিকা।
ভ্লাদিমির পুতিন
মাধ্যম নিউজ ডেস্ক: জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফরের পরই ভোল বদল রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin)। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কিকে নিয়মিত সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। বাইডেনের ইউক্রেনকে এই প্রতিশ্রুতির দেওয়ার পরপরই পুতিনের পক্ষ থেকে এই মন্তব্য করা হয়।
পুতিন (Vladimir Putin) বলেন, "আমাদের লক্ষ্য সামরিক সংঘর্ষের পরিমাণ আর বাড়ানো নয় বরং এই যুদ্ধের অবসান ঘটানো। আমরা এই যুদ্ধের অবসানের জন্য সর্বোচ্চ চেষ্টা করব এবং যত তাড়াতাড়ি আমরা তা করতে সমর্থ হব তত ভাল।"
তবে পুতিনের (Vladimir Putin) মন্তব্য নিয়ে সন্দেহ পোষণ করেছে আমেরিকা। হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি এ বিষয়ে বলেন, "২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ সৈন্য পাঠানোর মাধ্যমে যে যুদ্ধ শুরু হয়েছে তা শেষ করতে তিনি যে আলোচনা চান সেটি নিশ্চিত করতে পুতিন কোনো ইঙ্গিত রাখেননি।"
আরও পড়ুন: চোখ রাঙাচ্ছে করোনা, কী কী বিধি জারি করল কেন্দ্র?
পুতিনকে (Vladimir Putin) ইঙ্গিত করে জন কিরবি আরও বলেন, ‘বরং তিনি যা করছেন তা তার দাবির পুরোপুরি বিপরীত। তিনি ইউক্রেনের জমিনে এবং আকাশে যা করছেন তা এমন একজন ব্যক্তির কথা নির্দেশ করে, যে কিনা ইউক্রেনের জনগণের উপর সহিংসতা চালিয়ে যেতে চায় এবং যুদ্ধ বাড়াতে চায়।’
এদিকে, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে সামরিক সহায়তা অব্যহত রাখার কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনকে ১৮৫ কোটি মার্কিন ডলার অর্থ সাহায্য করবে মার্কিন প্রশাসন।
নিয়মমাফিক বছর শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রুশ প্রেসিডেন্ট। ঠিক তার আগের দিনই কয়েক ঘণ্টার মার্কিন সফর সেরেছেন জেলেনস্কি। তাই সাংবাদিক সম্মেলনের শুরু থেকেই একযোগে আমেরিকা ও ইউক্রেনকে আক্রমণ করেন পুতিন। সাফ জানিয়ে দেন, “এই যুদ্ধ বন্ধ করাই আমাদের লক্ষ্য। আমরা বহুদিন ধরেই এই চেষ্টা করছি। যত তাড়াতাড়ি সম্ভব, যেভাবেই হোক, এই যুদ্ধ থামাতে চেষ্টা করছি।” সামরিক লড়াই থামিয়ে কূটনৈতিক আলোচনার মাধ্যমে হলেও যুদ্ধ বন্ধ করার কথা উঠে এসেছে পুতিনের মন্তব্যে।
রুশ রাষ্ট্রপতি আরও বলেন, “আমরা তো দ্রুত যুদ্ধ বন্ধ করতে চাইছি। কিন্তু আমাদের প্রতিপক্ষরা সেটা চাইছে না। তারা যত তাড়াতাড়ি যুদ্ধ বন্ধের গুরুত্ব বুঝতে পারে, ততই ভাল।” ইউক্রেনের জন্য প্রতিরক্ষার বিশেষ প্যাকেজ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সেই বিষয়টি নিয়েও আলাদা করে হুঁশিয়ারি দিয়েছেন পুতিন (Vladimir Putin)। তাঁর মতে, অযথাই যুদ্ধ চালিয়ে নিয়ে যেতে চাইছে কিছু পক্ষ। তবে এইভাবে কোনও লাভ হবে না।
Tags: