img

Follow us on

Saturday, Jan 18, 2025

Russia Detains ISIS Terrorist: পয়গম্বরকে অপমানের বদলা নিতে ভারতে হামলার ছক, রাশিয়ায় গ্রেফতার আইএস জঙ্গি

কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপির কোনও শীর্ষ নেতাকে টার্গেট করা হয়েছিল বলেও জানতে পেরেছেন রুশ গোয়েন্দারা। 

img

রাশিয়ায় আটক আইএস জঙ্গি

  2022-08-23 08:35:17

মাধ্যম নিউজ ডেস্ক: ইসলামিক স্টেটের এক আত্মঘাতী জঙ্গিকে আটক করল রাশিয়া (Russia arrests IS suicide bomber)৷ ভারতে বড় হামলা চালানোর ছক কষেছিল ওই জঙ্গি। ধৃত জঙ্গি জানিয়েছে, ভারতে এসে আত্মঘাতী হামলার ছক কষেছিল সে ৷ রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের বিবৃতিতে বলা হয়েছে, ভারতের রাজনৈতিক দলের এক প্রতিনিধির উপর হামলা চালানোর ছক কষেছিল ওই আইএস জঙ্গি৷

আরও পড়ুন: হাতে ১১ ইঞ্চি লম্বা ছুরি! নূপুর শর্মাকে খুনের উদ্দেশে ভারতে পাক যুবক

বিবৃতিতে বলা হয়েছে, "এফএসবি (FSB) ইসলামিক স্টেটের এক সদস্যকে শনাক্ত করে আটক করেছে (IS suicide bomber detained)৷ ধৃত জঙ্গি মধ্য এশিয়ার বাসিন্দা ৷ ভারতের রাজনৈতিক দলের প্রতিনিধির উপর আত্মঘাতী বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল তার ৷" বিবৃতিতে আরও বলা হয়েছে যে, ওই আত্মঘাতী বিস্ফোরককে তুরস্কে নিয়োগ করেছিল জঙ্গি সংগঠন আইএস ৷ এফএসবির ভিডিও বার্তায় ওই জঙ্গিকে বলতে শোনা গিয়েছে যে, পয়গম্বরকে (Prophet Controversy) অপমানের বদলা নিতে সে ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চেয়েছিল ৷ বিবৃতিতে আরও বলা হয়েছে, "ওই জঙ্গিকে বলা হয়েছিল সে যাতে প্রয়োজনীয় নথি সংগ্রহ করে রাশিয়া ছেড়ে ভারতে উড়ে যায় ৷ এবং ভারতে গিয়ে সে যাতে বড়সড় কোনও জঙ্গি হামলার ঘটনা ঘটায় ৷" 

আরও পড়ুন: গ্রেফতার করা যাবে না নূপুর শর্মাকে, মিলল সুপ্রিম নির্দেশ
 
জানা গিয়েছে, এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত তুরস্কেই ছিল ওই আইএস জঙ্গি ৷ তাকে আত্মঘাতী বিস্ফোরক হিসেবে নিয়োগ করেছিল ইসলামিক স্টেট ৷ ইস্তানবুলে একটি বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়েছিল ওই জঙ্গিকে ৷

কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপির কোনও শীর্ষ নেতাকে টার্গেট করা হয়েছিল বলেও জানতে পেরেছেন রুশ গোয়েন্দারা। সূত্রের খবর, গত এপ্রিল ও জুনের মধ্যে ভারতে আত্মঘাতী হামলার জন্য তাকে নিয়োগ করে আইএস শীর্ষ নেতৃত্ব। এর জন্য তাকে প্রয়োজনীয় নথি ও সামগ্রীও দেওয়া হয়েছিল। বিজেপির শীর্ষ নেতাকে হত্যার জন্য ওই জঙ্গি শপথ নিয়েছিল বলেও দাবি করেছে রুশ গোয়েন্দা সংস্থা এফএসবি। তবে কোন নেতাকে হত্যার ছক কষা হয়েছিল তা এখনও জানা যায়নি। এই চক্রে আর কেউ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছেন রুশ গোয়েন্দারা। 
 

Tags:

Russia

prophet controversy

Russia arrests IS suicide bomber

FSB


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর