img

Follow us on

Thursday, Nov 21, 2024

Rishi Sunak: ব্রিটেনের ভোটে লেবার পার্টির জয়জয়কার! ‘‘আমি ক্ষমাপ্রার্থী’’, পরাজয় স্বীকার সুনকের

UK Election Results: ১৪ বছর পরে ক্ষমতা বদল ব্রিটেনে, গদিচ্যূত টোরিরা

img

১৪ বছর পরে ক্ষমতা বদল ব্রিটেনে, পরাজয় স্বীকার সুনকের (ফাইল ছবি)

  2024-07-05 10:43:15

মাধ্যম নিউজ ডেস্ক: ব্রিটেনের সাধারণ নির্বাচনের ফল (UK Election Results) ঘোষণা শুরু হয়েছে। ভারতীয় সময় সকাল ৯টা পর্যন্ত বিরোধী দল লেবার পার্টি প্রায় ২০০ আসনে জয়ী হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে কনজারভেটিভ পার্টি এখনও পর্যন্ত (সকাল ৯টা) ২৭টি আসনে জয় পেয়েছে। আর লিবারেল ডেমোক্রেটিক পার্টি জয় পেয়েছে ৩২টি আসনে। যা ট্রেন্ড, তাতে লেবার পার্টি ৪১০ আসনে জয় পেতে পারে বলে মনে করা হচ্ছে। কনজারভেটিভ পার্টি জয় পেতে পারে ১৩১ আসনে। এই আবহে ঋষি সুনক (Rishi Sunak) সংবাদ মাধ্যমকে বলেন, ‘‘অত্যন্ত পরিশ্রমের পরেও অনেক কনজারভেটিভ প্রার্থীরা পরাস্ত হয়েছেন। আমি (Rishi Sunak) এর জন্য আমি ক্ষমাপ্রার্থী।’’

পরাজয়ের দায় নিলেন সুনক (Rishi Sunak)

লেবার পার্টির এই জয়ের পরে তাদেরকে অভিনন্দন জানিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রীর ঋষি সুনক (Rishi Sunak)। ব্রিটেনের এই নির্বাচনে ইতিমধ্যে তিনি নর্থ ইয়র্কশায়ারের সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর কথায়, ‘‘লেবার পার্টি এই সাধারণ নির্বাচনে জয়লাভ করেছে। আমি স্যার কিয়ের স্টার্মারকে ফোন করে তাঁর দলের বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছি।’’ তিনি আরও বলেন, ‘‘শান্তিপূর্ণভাবেই ক্ষমতা বদল হতে চলেছে ব্রিটেনে। আমাদের দেশে এখনও পর্যন্ত স্থিতিশীলতা বজায় (UK Election Results) রয়েছে। ব্রিটিশ নাগরিকরা আজ রাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন। আমার দলের পরাজয়ের জন্য আমি দায় নিচ্ছি। অনেক কিছু শিখতে হবে আমাদের। অত্যন্ত পরিশ্রমের পরেও অনেক কনজারভেটিভ প্রার্থীরা পরাস্ত হয়েছেন। আমি (Rishi Sunak) এজন্য দুঃখিত।’’ অন্যদিকে কনজারভেটিভ পার্টির শীর্ষ নেতা জ্যাকব রিসমগ বলেন, ‘‘এই রাত দলের জন্য খুবই হৃদয়বিদারক।’’

১৪ বছর পরে ক্ষমতা বদল হতে চলেছে ব্রিটেনে

প্রসঙ্গত, ১৪ বছর পরে ক্ষমতা বদল হতে চলেছে ব্রিটেনে। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম ‘হাউস অফ কমন্স’। মোট আসন রয়েছে ৬৫০টি। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ৩২৬টি আসন। ট্রেন্ড সত্যি হলে, প্রধানমন্ত্রী ঋষি সুনকের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টির চেয়ে দ্বিগুণ ভোট এবং তিন গুণ আসন নিয়ে ক্ষমতা দখল করতে চলেছে কিয়ের স্টার্মারের নেতৃত্বাধীন লেবার পার্টি।

কী বলছেন কিয়ার স্টার্মার?

সোশ্যাল মিডিয়ায় লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টার্মার হলবন ও সেন্ট প্যানক্রাস আসনে জয় পেয়েছেন। তারপর সংবাদমাধ্যমকে বলেন, ‘‘পরিবর্তন শুরু হয়েছে। এখন আমাদের দেওয়ার সময়।’’ লেবার পার্টির এই নেতা হলবন ও সেন্ট প্যানক্রাসের জয়কে বড় পাওয়া হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘‘এটা আমার বাড়ি। যেখানে আমার সন্তানেরা বড় হয়েছে। আমার স্ত্রীর জন্ম হয়েছে।’’ তাঁকে সমর্থনের জন্য পরিবারকেও ধন্যবাদ জানিয়েছেন স্টার্মার।

 


দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

Rishi Sunak

labour

UK Election Results

Conservative

Lib Dem


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর