ইজরায়েলের পক্ষ সুর চড়ালেন বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট বাইডেন (ফাইল ছবি)
মাধ্যম নিউজ ডেস্ক: হামাস (Israel-Hamas War) এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একই গোত্রে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন দেশের রাষ্ট্রপতির মতে, ‘‘হামাস এবং পুতিন দুই শক্তিই গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করে। তাই আমেরিকার কর্তব্য হল এই দুই শক্তিকে পরাস্ত করা।’’ প্রসঙ্গত, বৃহস্পতিবারই ইজরায়েল সফরে যান মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন নাগরিকদের উদ্দেশে এরপর ওভাল অফিস থেকে এক ভাষণও দিতে শোনা যায় প্রেসিডেন্ট জো বাইডেনকে। সেখানেই তিনি মন্তব্য করেন, ‘‘ইউক্রেন এবং ইজরায়েলকে সাহায্য করাটা মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থে খুবই গুরুত্বপূর্ণ।’’
বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘হামাস (Israel-Hamas War) এবং রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের হুমকির ধরনটা আলাদা, তবে তাদের উদ্দেশ্য এক। উভয়েই তাদের এক প্রতিবেশী রাষ্ট্রের গণতন্ত্রকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে চায়। এক মহান দেশ হিসেবে আমাদের দায়িত্ব, হামাসের মতো সন্ত্রাসবাদী গোষ্ঠী এবং পুতিনের মতো একনায়কদের জয়ী হতে না দেওয়া। আমরা তা হতে দেবও না। এই পথে আমরা ক্ষুদ্র পক্ষপাতমূলক রাজনীতিকে বাধা হতে দিতে পারি না।’’ তাঁর আরও সংযোজন, ‘‘গোটা বিশ্ব আজকে ইজরায়েলের দিকে তাকিয়ে রয়েছে। আমেরিকা ও অন্যান্য গণতান্ত্রিক দেশগুলোর মতো একটা মূল্যবোধ ও আদর্শ রয়েছে ইজরায়েলের। আমরা কী করতে যাচ্ছি সেটা তারা দেখতে চাইছে।’’
প্রসঙ্গত, ইজরায়েল-হামাস (Israel-Hamas War) যুদ্ধের মাঝেই নেতানিয়াহুর দেশে পৌঁছান জো বাইডেন। সেখানে ইহুদি দেশের রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। এর পাশাপাশি ইজরায়েলের হয়েও বিবৃতি দিতে শোনা যায় তাঁকে। গাজার হাসপাতালে বিস্ফোরণের ঘটনায় কড়া নিন্দাও করতে শোনা যায় মার্কিন প্রেসিডেন্টকে। তিনি বলেন, ‘‘গাজার হাসপাতালে যেভাবে বিস্ফোরণ হয়েছে তাতে একদিকে আমি শোকাহত এবং অন্যদিকে আমি ক্ষুদ্ধ। আমি নিশ্চিত ভাবে মনে করি এই কাজ ইজরায়েলের পক্ষ থেকে করা হয়নি। এর পিছনে অন্য কোন শক্তি রয়েছে।’’
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।