img

Follow us on

Sunday, Jan 19, 2025

Cruise Missile: পরপর ৮৪টি মিসাইল হানা রাশিয়ার! ইউক্রেনকে উন্নত এয়ার ডিফেন্স দেওয়ার প্রতিশ্রুতি বাইডেনের

গতকাল ইউক্রেনের এই ভয়াবহ পরিস্থিতির পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা বলেন বাইডেন।

img

Cruise Missile

  2022-10-11 10:00:46

মাধ্যম নিউজ ডেস্ক: ক্রিমিয়ায় (Crimea) ব্রিজ ভাঙার পর থেকেই আরও বেশি আগ্রাসী হয়ে পড়েছে রাশিয়া (Russia)। ইউক্রেনের (Ukraine) রাজধানী কিয়েভে ব্যাপক হামলা চালায় রাশিয়া। ইউক্রেনের তরফে জানানো হয়েছে, গতকাল সকাল থেকেই পরপর মোট ৮৪ টি মিসাইল নিক্ষেপ করেছে রাশিয়া। আর এই হামলায় মোট প্রাণ হারিয়েছেন ১৪ জন আর আহত হয়েছেন ১২ জনেরও বেশি। অন্যদিকে রাশিয়ার এই হামলার পরই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) ইউক্রেনকে সাহায্য করতে এগিয়ে এসেছে ও উন্নত এয়ার ডিফেন্স ব্যবস্থা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

গতকাল ইউক্রেনের এই ভয়াবহ পরিস্থিতির পর আমেরিকার প্রেসিডেন্ট ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা বলেন। এর পাশাপাশি হোয়াইট হাউস থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, "উন্নত এয়ার ডিফেন্স ব্যবস্থা সহ আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট।“ বাইডেন এই হামলায় নিহত ও আহতদের প্রিয়জনদের প্রতি সমবেদনাও জানিয়েছেন। ক্রিমিয়ার ব্রিজ ভেঙে পড়ায় রাশিয়ার এই পদক্ষেপকে প্রতিশোধ হিসেবেই মনে করছে ওয়াকিবহাল মহল। অন্যদিকে পুরো ঘটনায় ক্ষোভে ফুঁসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।

আরও পড়ুন: ক্রিমিয়ার সেতু রাশিয়ার জন্য কতটা গুরুত্বপূর্ণ? এর পিছনের আসল ঘটনা জানেন কি?

ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিগালের মতে, এই হামলার ফলে আটটি অঞ্চল এবং কিয়েভ জুড়ে ১১টি "গুরুত্বপূর্ণ অবকাঠামো সুবিধা" ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন, পরপর হামলা চালানোর পর এই বোঝা যাচ্ছে যে, ইউক্রেনীয় বাহিনীর সাম্প্রতিক সাফল্যের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধক্ষেত্রে জয়ের জন্য কতটা মরিয়া হয়ে উঠেছেন। ইউক্রেন প্রেসিডেন্টের দাবি, রাশিয়া ইরানিয়ান ড্রোন ব্যবহার করেছে। ইউক্রেনের সামরিক বাহিনী ফেসবুকে এক বিবৃতিতে বলেছে, "বেলারুশ থেকে শুরু করা হামলায় শত্রুরা ইরানী শাহেদ-১৩৬ ইউএভি ব্যবহার করছে।

প্রসঙ্গত, শনিবারই রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ায় ব্রিজের ওপর বিস্ফোরণ ঘটানো হয়। ওই ব্রিজ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একমাত্র সংযোগকারী ব্রিজ। রাশিয়ার অভিযোগ ছিল, এই বিস্ফোরণ ইউক্রেনই ঘটিয়েছে। যার জেরে সেই দেশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে রাশিয়া। আর তারপর থেকেই দফায় দফায় ইউক্রেনের বড় শহরগুলিতে টার্গেট করে হামলা শুরু করে রাশিয়া।

Tags:

Cruise Missile

Ukraine's Prime Minster Denys Shmyga


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর