img

Follow us on

Friday, Nov 22, 2024

Russia-Ukraine War: বর্ষবরণের রাতেও ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

Russia-Ukraine War: বর্ষবরণের মুহূর্তে ইউক্রেনের রাজধানী কিভে মিসাইল হামলা চালাল রুশ বাহিনী।

img

রাশিয়া - ইউক্রেন যুদ্ধ

  2023-01-01 14:35:50

মাধ্যম নিউজ ডেস্ক: বর্ষবরণের রাতেও যুদ্ধ থামল না রাশিয়া-ইউক্রেনের (Russia-Ukraine War)। সারা বিশ্ব জুড়ে যখন বর্ষবরণের উৎসব চলছে, সেই সময় নতুন করে ইউক্রেনের উপর হামলা চালাল রাশিয়া (Russia)। দীর্ঘ সময় ধরে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে চলছে যুদ্ধ। এই যুদ্ধ ইতিমধ্যেই উদ্বেগ বাড়িয়েছে আন্তর্জাতিক মহলের। সূত্রের খবর অনুযায়ী, নতুন বছরের প্রথম দিনেই নতুন করে ইউক্রেনের কিভের উপর ফের মিসাইল হামলা করা হয়। একের পর এক এলাকা ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে ওঠে ইউক্রেন। শুধু কিভ নয়, জানা যাচ্ছে মাইকোলাইভ এলাকাতেও রাশিয়া গতকাল আক্রমণ করেছে (Russia-Ukraine War)।

বর্ষবরণের রাতেও ইউক্রেনে মিসাইল হামলা

কিভের মেয়র ভিটালি ক্লিটসকো জানিয়েছেন, মধ্যরাত পেরোনোর আধঘণ্টার মধ্যেই বিস্ফোরণে কেঁপে ওঠে একের পর এক এলাকা। কিভের অন্তত দুই জায়গায় রুশ ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তিনি। কিভ ছাড়া মাইকোলাইভ এলাকাতেও আক্রমণ শানিয়েছে রাশিয়া। মেয়র জানিয়েছেন, প্রায় ১১ টি মিসাইল হামলার ঘটনা জানা গিয়েছে। সেখানে বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরে যায় বলেও জানা গিয়েছে। এতে বেশ কয়েকজনের জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যুর সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা হয়েছে। কমপক্ষে একজন মারা গেছেন বলে জানিয়েছেন মেয়র এবং শহর কর্তৃপক্ষ জানিয়েছে যে ২২ জন আহত হয়েছেন (Russia-Ukraine War)।

আরও পড়ুন: দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির, কী বললেন নরেন্দ্র মোদি?

জাতির উদ্দেশে আবেগঘন বার্তা জেলেনস্কির

গতকাল প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বর্ষবরণ উপলক্ষে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং সেখানেই তিনি যুদ্ধ পরিস্থিতি নিয়ে বলেন, “আমরা লড়ছি এবং লড়াই চালিয়ে যাব। শুধু একটা শব্দের জন্যেই এই লড়াই চলবে। সেটা হল জয়। ইউক্রেনবাসীকে শুধু একটা কথাই বলতে চাই। তাঁরা অনবদ্য। দেখুন আমরা কী কী করেছি। আমরা কী কী করতে পারি। গোটা দেশ একসঙ্গে লড়াইতে নেমেছে। আমরা একটি দল হিসাবে লড়াই করি। আমি আপনাদের সকলের প্রশংসা করি। আমি ইউক্রেনের প্রতিটি অঞ্চলকে ধন্যবাদ জানাতে চাই।”

পুতিনের বক্তব্য

গতকাল জাতির উদ্দেশে বক্তব্য রাখেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Russia-Ukraine War)। তিনি আবার ইউক্রেনের ওপর হামলাকে ‘নৈতিক’ ও ‘ঐতিহাসিক দিক’ বলে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, “রাশিয়াকে দুর্বল ও বিভক্ত করতে ইউক্রেনকে অস্ত্র হিসেবে ব্যবহারের নোংরা চক্রান্ত করছে পশ্চিমী দেশগুলি। মস্কো কখনই তা হতে দেবে না।” ফলে এই পরিস্থিতি আর কতদিন একইভাবে বজায় থাকবে, তাই নিয়ে প্রশ্ন বিশ্ববাসীর।

Tags:

Russia-Ukraine War

Ukraine's Kyiv

Russia's New Year Attacks


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর