img

Follow us on

Saturday, Jan 18, 2025

Luna-25 Crashed: চাঁদের দেশে ভেঙে পড়ল রুশ মহাকাশযান, ৪৭ বছর পরে অভিযান ব্যর্থ মস্কোর

ল্যান্ডার বিক্রমের চন্দ্রপৃষ্ঠে অবতরণের সময়সূচি বদল হয়েছে...

img

রুশ মহাকাশযান লুনা-২৫ (সংগৃহীত ছবি)

  2023-08-20 16:56:02

মাধ্যম নিউজ ডেস্ক: চাঁদের মাটিতে আছাড় খেল রাশিয়ার মহাকাশযান (Luna-25 Crashed)। ব্যর্থ হল মহাকাশ গবেষণা সংস্থা রশকসমসের সমস্ত প্রচেষ্টা। দিন কয়েক আগেই সফলভাবে উৎক্ষেপণ হয়েছিল রাশিয়ার মহাকাশ যান ‘লুনা-২৫’ (Luna-25 Crashed) এর। রুশ মহাকাশ সংস্থার থেকে পাওয়া তথ্য অনুসারে , প্রায় ৪৭ বছর পরে ফের চন্দ্র অভিযানের সামিল হয়েছিল রাশিয়া। কিন্তু সফল হল না। যাবতীয় প্রচেষ্টা ব্যর্থ হল। শনিবার থেকেই খারাপ খবর মিলতে থাকে। সংশয় তৈরি হয় অভিযানকে নিয়ে। রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা জানায় যে জরুরী পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাদের। শুধু তাই নয় নির্ধারিত গতিবেগের থেকে অনেক বেশি গতিতে ছুটতে থাকে সেটি (Luna-25 Crashed)। এবং অবশেষে ভেঙে পড়ে চাঁদের মাটিতে।

চাঁদের দেশে ভেঙে পড়ল রাশিয়ার মহাকাশযান (Luna-25 Crashed)

১৪ জুলাই ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩, সফলভাবে উৎক্ষেপিত হয়েছিল। প্রায় একমাস পরে রাশিয়ার মহাকাশ যান ‘লুনা-২৫’ (Luna-25 Crashed) ১০ অগাস্ট চাঁদের দেশে পাড়ি দেয়। এবং সোমবারেই চাঁদের মাটিতে নামার কথা ছিল রুশ মহাকাশযানের (Luna-25 Crashed)। জানা গিয়েছে, চাঁদে নামার ঠিক আগের ধাপেই গন্ডগোল শুরু হয় রাশিয়ার মহাকাশযানের। যার নাম পোশাকি নাম ছিল প্রি-ল্যান্ডিং অর্বিট। সেখানেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায় মহাকাশযান (Luna-25 Crashed)।

চাঁদের মাটি ছোঁয়ার সময় সামান্য পিছল ল্যান্ডার বিক্রমের

অন্যদিকে চাঁদের মাটিতে অবতরণের সময়সীমার সামান্য বদল হল ল্যান্ডার বিক্রমের। ২৩ অগাস্ট ৫টা ৪৭ মিনিটে ল্যান্ডিং হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে হল সন্ধ্যা ছ'টা বেজে চার মিনিটে। রবিবার দুপুরে ইসরোর তরফ থেকে এই সময় বদলের বিষয়টি নিয়ে ট্যুইট করা হয়। প্রসঙ্গত, চন্দ্র অভিযানের একেবারে শেষ ধাপে পৌঁছে গেছে ভারত। চাঁদ থেকে চন্দ্রযানের দূরত্ব কমে দাঁড়িয়েছে মাত্র ২৫ কিলোমিটার।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

ISRO

bangla news

Benagli News

Luna-25 Crashed

47 years after the failed mission of moscow


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর