img

Follow us on

Sunday, Jan 19, 2025

S Jaishankar: ‘প্রযুক্তির প্রভাব বেড়েছে, তাই বাড়ছে ক্যাশলেস লেনদেন’, বললেন জয়শঙ্কর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের আমলে ক্যাশলেস লেনদেনের ক্ষেত্রে...

img

ফাইল ছবি।

  2023-02-18 16:20:54

মাধ্যম নিউজ ডেস্ক: মানুষের মানসিকতার মধ্যে প্রযুক্তির প্রভাব বেড়েছে। তাই ক্যাশলেস লেনদেন (Cashless Transactions) ক্রমশ বেড়ে চলেছে। অস্ট্রেলিয়ায় এক আলোচনা সভায় কথাগুলি বললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। তাঁর আরও দাবি, ক্যাশলেস লেনদেনে বিশ্বের মধ্যে শীর্ষ স্থান দখল করার দিকে এগিয়ে যাচ্ছে ভারত। শনিবার রাইসিনা-সিডনি বিজনেস ব্রেকফাস্টে অংশ নিয়েছিলেন জয়শঙ্কর। তিনি বলেন, আপনি যদি আমাদের ক্যাশলেস লেনদেনগুলির নির্দিষ্ট ইউপিআই আইডি দেখেন, আমি মনে করি আমরা বিশ্বের সব চেয়ে বেশি সংখ্যক ক্যাশলেস লেনদেনে রেকর্ড করতে চলেছি। জয়শঙ্কর বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের আমলে ক্যাশলেস লেনদেনের ক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে।

রাইসিনা-সিডনি বিজনেস ব্রেকফাস্ট...

রাইসিনা-সিডনি বিজনেস ব্রেকফাস্টের আয়োজন করা হয়েছিল অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনসটিটিউট এবং ভারতের অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে। সিডনির ইন্টার-কন্টিনেন্টাল হোটেলে আয়োজন করা হয়েছিল ওই আলোচনা সভার। ওই সভায়ই জয়শঙ্কর (S Jaishankar) বলেন, মানুষের মানসিকতার মধ্যে প্রযুক্তির প্রভাব বেড়েছে। তাই ক্যাশলেস লেনদেন ক্রমশ বেড়ে চলেছে। তিনি জানান, ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থাকে কেন্দ্র বিশেষ গুরুত্ব দিয়েছে।

ভারতের বিদেশমন্ত্রী বলেন, আমরা মানুষকে ক্যাশলেস লেনদেনের ক্ষেত্রে ধারাবাহিকভাবে উৎসাহিত করি। তিনি বলেন, আমরা মানুষকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে উৎসাহিত করি। কখনও কখনও তা করি খরচ ছাড়াই। সোশিও-ইকনোমিক ডেলিভারির জন্য বর্তমানে যে বেসিক মেকানিজম হল ডিজিটাল গভনেন্স, এদিন তাও মনে করিয়ে দেন জয়শঙ্কর। ভারতের বিদেশমন্ত্রী বলেন, ভারত যাতে একটা সোশ্যাল, সোশ্যাল ওয়েলফেয়ার সিস্টেম গড়ে তুলতে পারে সে জন্য আমরা নিরন্তর চেষ্টা করে চলেছি। স্কেল অফ ইনকামও বাড়ানোর চেষ্টা করে চলেছি।

আরও পড়ুুন: উত্তরপ্রদেশে তৈরি কামান গর্জে উঠলে, উধাও হবে পাকিস্তান! বিস্ফোরক যোগী আদিত্যনাথ

জয়শঙ্কর (S Jaishankar) বলেন, জ্বালানি কাঠের বদলে সিংহভাগ ভারতবাসী এখন গ্যাসে রান্না করেন। আমরা সে ব্যবস্থা করেছি। দরিদ্র এবং অসহায়দের প্রথমবার আমরা গ্যাস দিচ্ছি বিনামূল্যে। তিনি জানান, আমাদের  দেশের ৮০ মিলিয়ন মানুষকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে। জয়শঙ্কর বলেন, আমাদের আবাস যোজনা রয়েছে। এই প্রকল্পে ইতিমধ্যেই ৩০ মিলিয়ন মানুষকে বাড়ি দেওয়া হয়েছে। বর্তমানে ভারতে যে পরিকাঠামোর বদল ঘটছে, তা আপনারা দেখতেই পাচ্ছেন। ইন্টিগ্রেটেড ইনফ্রাকস্ট্রাকচার পলিসির কারণেই এটা হয়েছে বলেও জানান জয়শঙ্কর।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

 
 

Tags:

s jaishankar

Bengali news

India   

Cashless Transactions pm modi


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর