img

Follow us on

Sunday, Jan 19, 2025

Camel Auction: নিলামে উটের দাম হাঁকা হচ্ছে ১৪ কোটি! ভাইরাল ভিডিও ঘিরে সরগরম নেটপাড়া

Camel Auction: উটটির প্রাথমিক দাম ধার্য করা হয়েছিল পাঁচ মিলিয়ন সৌদি রিয়াল। ভারতীয় মুদ্রায় যার দাম দাড়ায় ১০ কোটি ১৬ লক্ষ ৪৮ হাজার ৮৮০ টাকা। 

img

সৌদি আরবে উটের নিলাম (ফাইল চিত্র)

  2022-05-11 19:11:57

মাধ্যম নিউজ ডেস্ক: রমজানের আগে একটি নিলামের (Auction) ভিডিও ভাইরাল হয়। একটি উটকে (Camel) ১৪ কোটি টাকায় বিক্রি হতে দেখে তাক লেগে যায় অনেকেরই। কোথায় হচ্ছে এই নিলাম! কেনই বা এত দাম উটটির! এসব প্রশ্ন জাগে অনেকেরই মনে। জানা গেছে নিলামের দৃশ্যটি সৌদি আরবের (Saudi Arabia)। নিলামে উতটির দাম ওঠে সাত মিলিয়ন সৌদি রিয়াল। ভারতীয় মুদ্রায় যার দাম ১৪ কোটি ২৩ লক্ষ ৪৫ হাজার ৪৬২ টাকা। 

">

সে দেশের একটি স্থানীয় নিউজ পোর্টাল আল মারাদ তাদের প্রতিবেদনে এই খবর দিয়ে জানিয়েছে, এই উটের জন্য সার্বজনীন নিলামের আয়োজন করা হয়েছিল। সেই নিলামের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে, এক ব্যক্তি নিলামের জন্য দর হাঁকছেন। উটটির প্রাথমিক দাম ধার্য করা হয়েছিল পাঁচ মিলিয়ন সৌদি রিয়াল। ভারতীয় মুদ্রায় যার দাম দাড়ায় ১০ কোটি ১৬ লক্ষ ৪৮ হাজার ৮৮০ টাকা। দাম বাড়তে বাড়তে থামে সাত মিলিয়ন সৌদি রিয়ালে। সেই দামেই বিক্রি করা হয় উটটি। কে কিনলেন উট, তা এখনও জানা যায়নি।

প্রসঙ্গত, সৌদি আরবেই বিশ্বের সর্ববৃহৎ উট উৎসবের আয়োজন করা হয়। উটের জন্যই তৈরি হয়েছে ক্যামেল ক্লাব নামে একটি সংগঠন, যাদের উদ্দেশ্য সৌদি আরব-সহ উপসাগরীয় দেশসমূহ এবং ইসলামিক সংস্কৃতিতে উটের ঐতিহ্যকে তুলে ধরা। 

 

Tags:

Saudi Arabia

Camel

Auction

Camel Club 

Saudi Camel Auction

Camel Auction