img

Follow us on

Saturday, Jan 18, 2025

Sheikh Hasina: কোনও দেশেই আশ্রয় চাননি হাসিনা, দাবি পুত্র জয়ের! ভারতেই থাকবেন?

Bangladesh Crisis: ব্রিটেন, আমেরিকায় নয়, আপাতত ভারতেই হাসিনা! কী বললেন ছেলে জয়?

img

আপাতত ভারতেই রয়েছেন শেখ হাসিনা জানালেন ছেলে সাজিব ওয়াজেদ জয়।

  2024-08-07 13:13:34

মাধ্যম নিউজ ডেস্ক: কোনও দেশেই আশ্রয় চাননি বাংলাদেশের (Bangladesh Crisis) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। এমনই দাবি করলেন হাসিনার ছেলে সাজিব ওয়াজেদ জয়। হাসিনা বিভিন্ন দেশে আশ্রয় চেয়েছেন বলে যে জল্পনা ছড়িয়েছে, সেগুলি পুরোপুরি ভিত্তিহীন। তাতে বিন্দুমাত্র সত্যতা নেই, বলে জানান জয়। আপাতত নয়াদিল্লিতেই থাকছেন বাংলাদেশের সদ্যপ্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জয় যা জানালেন

হাসিনা-পুত্র (Sheikh Hasina) জয় বলেন, ‘‘মায়ের আশ্রয়ের অনুরোধ সম্পর্কিত যে সব প্রতিবেদন ছাপা হচ্ছে, তা সম্পূর্ণ ভুল। তিনি কোথাও আশ্রয়ের জন্য অনুরোধ করেননি। তাই ব্রিটেন বা আমেরিকার তরফে আশ্রয়ের অনুরোধ প্রত্যাখ্যান করার বিষয়ও অসত্য।’’ জয় আরও দাবি করেন, তাঁর মায়ের আশ্রয় নিয়ে আমেরিকার সঙ্গে কোনও রকম আলোচনাও হয়নি। হাসিনা আর রাজনীতিতে থাকবেন না, তা প্রথম জানিয়েছিলেন তাঁর পুত্রই। জয় আরও জানিয়েছিলেন, হাসিনা এখন পরিবারের সঙ্গেই সময় কাটানোর পরিকল্পনা করছেন। কিন্তু কোথায় বা কীভাবে তা এখনও স্থির হয়নি। হাসিনা-পুত্রের কথায়, ‘‘আমি এখন ওয়াশিংটনে আছি। আমার বোন লন্ডনে থাকে। পিসি থাকেন লন্ডনে। তাই আমরা জানি না উনি (হাসিনা) কোথায় থাকবেন শেষ পর্যন্ত।’’

আপাতত ঠিকানা ভারতই!

ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, খুব অল্প সময়ের নোটিসে ভারতে আসার আর্জি জানিয়েছিলেন হাসিনা (Sheikh Hasina)। ভারত সেই অনুমতি দেওয়ার পরই বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে আসেন তিনি। সোমবার দুপুরে বোন রেহানাকে নিয়ে ঢাকার বাসভবন তথা ‘গণভবন’ ছেড়েছিলেন (Bangladesh Crisis) হাসিনা। সন্ধ্যা নাগাদ তিনি ভারতে পৌঁছন। এখন তিনি ভারতেই রয়েছেন। তবে, সোমবার বিকেলের দিকে গাজিয়াবাদের হিন্ডন বায়ুঘাঁটিতে অবতরণের পর থেকে হাসিনা কোথায় আছেন, তা নিয়ে ভারত সরকারের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। বিষয়টির সঙ্গে অবহিত আধিকারিকরা জানিয়েছেন যে, কড়া সুরক্ষার মধ্যে তাঁকে একটি ‘সেফ’ (সুরক্ষিত) জায়গায় নিয়ে যাওয়া হয়েছে।  কিন্তু সেই জায়গাটা কোথায়, তা নিয়ে কেউ কোনও মন্তব্য করেননি। 

আরও পড়ুন: শেখ মুজিবুরের ভক্ত, হাসিনা বিরোধী! অশান্ত বাংলাদেশকে শান্ত করতে পারবেন ইউনূস?

পরবর্তী গন্তব্য 

বর্তমানে হাসিনা (Sheikh Hasina) ভারতে গোপন আস্তানায় রয়েছেন। তবে তাঁর পরবর্তী গন্তব্য কী হবে, তা নিয়ে জল্পনা চলছে বিশ্ব কূটনৈতিক মহলে। বিভিন্ন অসমর্থিত সূত্রের দাবি, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটেনের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। তবে এখনও সে দেশের সরকারের তরফে কোনও সবুজ সঙ্কেত মেলেনি। হাসিনার আমেরিকায় যাওয়ার পথ বন্ধ হয়েছে। আমেরিকা নাকি তাঁর ভিসা প্রত্যাহার করেছে। যে দাবি, বুধবার নস্যাৎ করে দেন হাসিনা-পুত্র। এমনকী, ফিনল্যান্ড, বেলারুশ-সহ বেশ কয়েকটি দেশের নামও উঠে আসছে এই আলোচনায়। তবে এই সব জল্পনা উড়িয়ে দিয়ে হাসিনা-পুত্র সজীব ওয়াজেদ জয় বলেন, ‘‘ভারত থেকে আপাতত অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা নেই তাঁর।’’

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

Bangladesh

Sheikh Hasina

bangla news

Bangladesh army

Awami League

Bangladesh protest

Unrest in Bangladesh

bangladesh unrest

bangladesh crisis


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর