img

Follow us on

Friday, Sep 20, 2024

US Shooting: মার্কিন মুলুকে ফের বন্দুকবাজ হামলা, ওয়ালমার্ট স্টোরে এলোপাথারি গুলিতে মৃত অন্তত ১০

পুলিশ সূত্রে খবর বন্দুকবাজ নিজেও এই হামলার পর আত্মঘাতী হয়েছেন।

img

বন্দুকবাজ হামলা যুক্তরাষ্ট্র

  2022-11-23 13:56:49

মাধ্যম নিউজ ডেস্ক: ফের বন্দুকবাজ হামলার (US Shooting) সাক্ষী হল যুক্তরাষ্ট্র। ভার্জিনিয়ায় ওয়ালমার্টে বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের। একই সঙ্গে এই ঘটনায় আহত  হয়েছেন অসংখ্য মানুষ। ভার্জিনিয়া পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক ভাবে ওয়ালমার্ট স্টোর থেকে ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। হামলার ঘটনার সঙ্গে সঙ্গেই ওয়ালমার্টের আশপাশের এলাকা সিল করেছে মার্কিন পুলিশ। পুলিশ সূত্রে খবর বন্দুকবাজ নিজেও এই হামলার পর আত্মঘাতী হয়েছেন।

 

তবে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা নিশ্চিত করে বলা যাচ্ছে না। মঙ্গলবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। চেসাপিক সিটি পুলিশ জানিয়েছে, গুলি চালানোর খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁরা সেখানে উপস্থিত হন।

ওয়ালমার্ট স্টোর পৌঁছেই পুলিশ মৃত ও আহত ব্যক্তি পড়ে থাকতে দেখতে পাওয়া যায়। চেসাপিক সিটি পুলিশ ডিপার্টমেন্টের আধিকারিক লিও কোসিন্সকি সাংবাদিকদের বলেন, "আমরা বেশ কিছু মৃতদেহ ও আহত ব্যক্তিদের দেখতে পেয়েছি। ঘটনাস্থলে পৌঁছেই পুলিশ তৎক্ষণাৎ স্টোরের মধ্যে ঢুকে পড়ে।" চেসাপিক সিটি পুলিশের অনুমান, কোনও একজন বন্দুকবাজই এই হামলা চালিয়েছে। সেই বন্দুকবাজেরও মৃত্যু হয়েছে বলে খবর।

 

সহকর্মীদের ওপর ম্যানেজারের আক্রমণ 

বিবিসির রিপোর্ট থেকে জানা গিয়েছে, ওই ওয়ালমার্ট স্টোরের ম্যানেজারই সহকর্মীদের ওপর গুলি চালায়। পরে নিজেকে গুলি করে আত্মহত্যা করে সে। ঘটনায় শোকপ্রকাশ করেছে ওয়ালমার্ট কর্তৃপক্ষ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হামলায় একটি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছেন বন্দুকবাজ। এই নিয়ে চারদিনে দ্বিতীয়বার এই ধরনের বন্দুকবাজের হামলার ঘটনা ঘটল আমেরিকায়। এখনও পর্যন্ত ১০ জনের দেহ উদ্ধার করেছে পুলিশ। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।   

Tags:

US Shooting

Walmart


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর