img

Follow us on

Friday, Nov 22, 2024

Sidhu Moosewala: ক্যালিফোর্নিয়া থেকে ধৃত সিধু মুসেওয়ালা হত্যার মূল চক্রী গোল্ডি ব্রার

গত ছয় মাস ধরে এই কুখ্যাত গ্যাংস্টারের খোঁজ চালাচ্ছিলেন গোয়েন্দারা।

img

গোল্ডি ব্রার

  2022-12-03 19:44:22

মাধ্যম নিউজ ডেস্ক: পাঞ্জাবের জনপ্রিয় গায়ক তথা সিধু মুসেওয়ালা (Sidhu Moosewala) হত্যার মূল চক্রীকে ক্যালিফোর্নিয়া থেকে আটক করল ভারতীয় গোয়েন্দা সংস্থা। এনআইএ সূত্রে খবর, গ্যাংস্টার গোল্ডি ব্রারকে আটক করা হয়েছে। তবে এ ব্যাপারে এখনও পর্যন্ত ক্যালিফোর্নিয়া সরকারের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। সূত্রের খবর, ভারতীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং পঞ্জাব পুলিশের কাছে গোল্ডির আটক করার বিষয়ে খবর পাঠানো হয়েছে। কিছুদিন আগে মুসেওয়ালার বাবা এই গোল্ডির মাথার দাম ২ কোটি টাকা ঘোষণা করেন।  
 
জানা গিয়েছে, গোল্ডিকে খুব তাড়াতাড়ি ভারতে আনা হবে। মুসেওয়ালা (Sidhu Moosewala) খুনের দায় স্বীকার করেছিলেন গোল্ডি। আর তারপর থেকেই তাঁকে ধরতে তৎপর হয়ে ওঠে পাঞ্জাব পুলিশ এবং ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি। সূ্ত্রের খবর, ইনটেলিজেন্স ডিপার্টমেন্টের থেকে পাওয়া খবরের সূত্র ধরেই অবশেষে জালে গোল্ডি। 

কীভাবে গোয়েন্দাদের হাতে ধরা পড়ল গ্যাংস্টার?  

গত ছয় মাস ধরে এই কুখ্যাত গ্যাংস্টারের খোঁজ চালাচ্ছিলেন গোয়েন্দারা। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের অন্যতম সদস্য গ্যাংস্টার গোল্ডি ব্রারার সিধু মুসেওয়ালা (Sidhu Moosewala) হত্যাকাণ্ডের পরই কানাডা থেকে আমেরিকায় পালিয়ে যান বলে সূত্রের খবর। গত ২০ নভেম্বর থেকে ক্যালিফোর্নিয়াতেই গা ঢাকা দিয়েছিলেন বলে ইনটেলিজেন্স ডিপার্টমেন্টের কাছে খবর আসে। সেই মতোই ক্যালিফোর্নিয়া সরকারের সহযোগিতায় শুরু হয় তদন্ত। যদিও এখনও সরকারি তরফে গোল্ডির ধরা পড়ার কোনও খবর এখনও জানানো হয়নি।

২৮ বছর বয়সী গোল্ডির নামে আগে থেকেই রয়েছে একাধিক অভিযোগ। ২০১৭ সাল থেকে তিনি কানাডায় থাকেন। পড়ুয়া হিসেবে ভারত থেকে বিদেশে পাড়ি দেন তিনি। তবে পরবর্তীতে একাধিক হত্যা ও অপরাধের ঘচনার সঙ্গে তাঁর নাম জড়ায়। বেআইনি ভাবে অস্ত্র পাচার চক্রের সঙ্গেও জড়িত তিনি। মুসেওয়ালা (Sidhu Moosewala) হত্যাকাণ্ডে মূল চক্রী হিসেবে তাঁর নাম সামনে  আসে। এই হত্যাকাণ্ডের দায় নিজেই স্বীকার করে বিবৃতি দিয়েছিলেন গোল্ডি।

আরও পড়ুন: 'বোমা বাঁধছিলেন তৃণমূল নেতা', ভূপতিনগরের ঘটনায় এনআইএ তদন্তের দাবি শুভেন্দুর

গত ২৯ মে পাঞ্জাবের মানসা জেলায় খুন করা হয় গায়ক তথা কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালাকে (Sidhu Moosewala) । দুই বন্ধুর সঙ্গে জিপে চেপে মানসা জেলায় নিজের গ্রামে ফিরছিলেন মুসেওয়ালা। অভিযোগ সেই সময়ই তাঁর গাড়ি ঘিরে ধরে গ্যাংস্টাররা। গুলিতে গুলিতে ঝাঁঝড়া হয়ে যান মুসেওয়ালা। এরপরেই এই ঘটনায় কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের নাম সামনে আসে। তদন্তে নেমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২৩ জনকে গ্রেফতার করে পুলিশ।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

 
 

 

Tags:

Sidhu Moosewala

Goldy Brar


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর