মন্দার কারণে আমেরিকাতে ব্যাঙ্কিং সংকট
প্রতীকী ছবি
মাধ্যম নিউজ ডেস্ক: মন্দার কারণে আমেরিকাতে ব্যাঙ্কিং সঙ্কট। বিশেষজ্ঞরা বলছেন এমনটা ঘটেছিল ঠিক ১৫ বছর আগে। শুক্রবার সেদেশের নিয়ন্ত্রক সংস্থা তালা ঝোলাল সিলিকন ভ্যালি ব্যাঙ্কের (Silicon Valley Bank)। একই সঙ্গে ব্যাঙ্কের ডিপোজিট অর্থেরও নিয়ন্ত্রণ নিয়েছে মার্কিন নিয়ন্ত্রক সংস্থা। বিশ্বব্যাপী আর্থিক সঙ্কটের পর থেকে সিলিকন ভ্যালি ব্যাঙ্কের সঙ্কটকেই খুচরা খাতের সবচেয়ে বড় সঙ্কট হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। এর আগে, প্রি-মার্কেট ট্রেডিংয়ে ৬৬ শতাংশ দর নামার পরেই ব্যাঙ্কের (Silicon Valley Bank) শেয়ার লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছিল।
গত বছর মানে ২০২২ সালের ৩১ ডিসেম্বর অবধি সিলিকন ভ্যালি ব্যাঙ্কের (Silicon Valley Bank) মোট সম্পদ ছিল প্রায় ২০ হাজার ৯০০ কোটি টাকা। জানা যাচ্ছে, সিলিকন ভ্যালি ব্যাঙ্কের প্রধান অফিস এবং সমস্ত শাখা ১৩ মার্চ ফের একবার খুলবে। গ্রাহকেরাও সোমবার সকাল পর্যন্ত তাদের নানা জমা করা অ্যাকাউন্টের টাকায় সম্পূর্ণ অ্যাক্সেস পাবেন। জানা গিয়েছে, স্টার্টআপ- কেন্দ্রিক- সিলিকন ভ্যালি ব্যাঙ্কের ক্যালিফোর্নিয়া এবং ম্যাসাচুসেটসে ১৭টি শাখা রয়েছে।
আমেরিকার এই ব্যাঙ্ক বন্ধের খবরের প্রভাব সারা বিশ্বজুড়েই দেখা যাচ্ছে। ভারতেও এর প্রভাব দেখা যাচ্ছে শেয়ার বাজারে। এই খবর আসার পর ব্যাঙ্কিং খাতের বেঞ্চমার্ক স্টক ইনডেক্স হঠাৎ করে ৮.১ শতাংশ কমে যায়। এই পতন গত তিন বছরের মধ্যে একদিনে সবচেয়ে বড় পতন। এর প্রভাব পড়েছে ভারতের শেয়ার বাজারেও।
শুক্রবার ভারতীয় শেয়ার বাজারও রেড জোনে বন্ধ হয়েছে। আমেরিকার এই ব্যাঙ্ক বন্ধ হওয়ার পর সর্বত্রই তোলপাড় দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ব্যাঙ্ক দেউলিয়া হওয়ার প্রভাব আগামী কয়েকদিন সারা বিশ্বের শেয়ার বাজারকেই নেতিবাচক ভাবে ধরে রাখতে পারে। ভারতীয় বাজারও সেই একই নেতিবাচক মনোভাব ধরে রেখেছে। একই সঙ্গে বিশ্বজুড়ে আবারও মন্দার আশঙ্কা দেখা দিয়েছে।
আবার অন্যদিকে, লকডআউন পরবর্তীকালে এদেশে স্টার্ট আপের সংখ্যা বাড়তে থাকে। প্রধানমন্ত্রীও আত্মনির্ভর ভারতের কথা বলেন। সিলিকন ভ্যালি থেকে লোন নিয়েও শুরু হয় বেশ কিছু ভারতীয় স্টার্টআপ। এখন এই সংস্থাগুলির ভবিষ্যত প্রশ্নের মুখে! প্রসঙ্গত সারা বিশ্বব্যাপী স্টার্টআপ সংস্থাগুলির কাছে সিলিকন ভ্যালি ব্যাঙ্ক অত্যন্ত পছন্দের। ভারতীয় স্টার্টআপ সংস্থাগুলি বিশেষত SAAS কোম্পানিগুলিও সিলিকন ভ্যালি ব্যাঙ্কের সঙ্গে কারবার করে। সিলিকন ভ্যালি ব্যাঙ্কের ফ্লেক্সিবিলিটি খুবই পছন্দ করেন এর গ্রাহকরা। এমন সঙ্কটের সময় Neo ব্যাঙ্ক বা অন্যান্য ব্যাঙ্কে যুদ্ধকালীন পরিস্থিতিতে ডিপোজিট সরানোর প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করেছে সংস্থাগুলি।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
Tags: